এইদিন ওয়েবডেস্ক,নাগাপট্টিনাম(তামিলনাড়ু),২৮ মার্চ : কুকুর হল এমন একটি প্রাণী যারা প্রভুর জীবন বাঁচাতে নিজের জীবনের পর্যন্ত পরোয়া করেনা । প্রভুর বিপদের আশঙ্কা দেখতেই প্রতিপক্ষের ক্ষমতা বিচার বিবেচনা না করেই সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়ে তারা । কুকুরের প্রভুভক্তির এই প্রকার প্রচুর দৃষ্টান্ত আছে দেশ ও বিদেশে । ফের একবার প্রভু ও প্রভুপত্নীর প্রাণ বাঁচিয়ে খবরের শিরোনামে প্রভুভক্ত এই চতুষ্পদ প্রাণীটি । এবারে ঘটনাস্থল তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার ভেদারানিয়ামের পাশে পুষ্পরাবনম এলাকার ।
জানা গেছে, রাতে তখন গভীর ঘুমে আচ্ছন্ন কালিমুথু-কালাইমানি নামে ওই দম্পতি । গরমের কারনে দরজা খোলাই ছিল । ঘরের বাইরে শুয়ে ছিলে তাঁদের আদরের টাইগার নামের পোষ্য সারমেয়টি । গভীর রাতে ফুট ছয়েকের একটি গ্লাস ভাইপার সাপ ঘরে ঢোকার চেষ্টা করে । রুখে দাঁড়ায় টাইগার । শেষে কুকুরের কামড়ে মৃত্যু হয় সাপটির । কিন্তু লড়াইয়ের মাঝেই সাপটি ছোবল বসিয়ে দিয়েছিল কুকুরের শরীরে । সকালে যখন দম্পতির ঘুম ভাঙে তখন তাঁদের আদরের টাইগারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন । ঘরের দরজার কিছুটা পাশেই ছিল মৃত গ্লাস ভাইপার সাপটি । তখন তাঁদের বুঝতে অসুবিধা হয়নি যে,নিজের জীবন দিয়ে তাঁদের বাঁচিয়ে দিয়ে গেল টাইগার ।
এদিকে অতি আদরের পোষ্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন দম্পতি । শেষে বাড়ির কাছেই তাঁরা টাইগারকে কবরস্থ করে ।।
ছবি ও তথ্য : কৃতজ্ঞতা স্বীকার অগ্নি নিউজ ।