এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জানুয়ারী : সরকারি আবাস যোজনা প্রকল্পে ঘর পেতে হলে একমাত্র মমতা ব্যানার্জিকে ফোন করে নিজের নাম এন্ট্রি করতে হবে । আর ফোন করতে যদি ইগোয় লাগে তাহলে ঘরও মিলবে না….বক্তা হলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী নিজের নির্বাচনী এলাকার কোনো একটি গ্রামের গ্রামসভায় এই বক্তব্য দিয়েছেন । তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘তৃণমূল মানেই হুমকি-ধমকি-কাটমানি’ ।
শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে সাবিনা ইয়াসমিনকে বলতে শোনা গেছে,’৯১৩৭০…..নিজের মোবাইল নম্বর থেকে কল করবেন । আপনারা ঘরের জন্য এন্ট্রি করাবেন । এবারে এন্ট্রি করে কুড়ি হাজার ঘর এসেছে । ঘরের তালিকা এসেছে, সেটা এবার ইনকোয়ারি হবে । কুড়ি হাজার ঘরের লিস্ট এসেছে । এই ফোন নাম্বারে মমতা ব্যানার্জিকে ফোন করেই কিন্তু লিস্ট এসেছে । আর যদি মনে করেন মমতা ব্যানার্জিকে ফোন করবো না তাহলে তো ঘরও পাবেন না । ফোনটা কিন্তু মমতা ব্যানার্জিকেই করতে হবে । যদি মনে করেন মমতা ব্যানার্জি কে ফোন করতে আপনাদের ইগোতে লাগছে তাহলে ঘর কোথা থেকে পাবেন ?’
তিনি আরও বলেছেন,’আপনারা যদি মনে করেন মমতা ব্যানার্জি আপনাদের পছন্দ নয় সাবিনা ইয়াসমিন আপনাদের পছন্দ নয় এবং যদি ফোনটা না করেন তাহলে ঘর তো দিতে পারব না । বুঝতে হবে আপনাদের । যা সিস্টেম তাতে বোঝার চেষ্টা করলেও এই মুহূর্তে আপনাকে ঘর পাইয়ে দিতে পারব না । আপনাকে ফোন করি নামটা এন্ট্রি করাতে হবে । বোঝা গেল ?’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’মাননীয়া রাষ্ট্রমন্ত্রী মহোদয়া আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের ব্যপারে এক প্রকার নিশ্চিত, তাই ঘর-এর টোপ দিচ্ছেন নিজের কেন্দ্রের ভোটারদের, কিন্তু শর্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন করতে হবে এই বিষয়ে, কোনো ইগো (অহং বোধ) রাখা চলবে না, নয়তো কেউ কিছু পাবেন না !!!’
কেন্দ্র সরকারের প্রকল্পগুলির দৃষ্টান্ত তুলে ধরে তিনি লিখেছেন,’এদিকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীকে ফোন না করেও পশ্চিমবঙ্গের মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ কি কি সুবিধা পেয়েছেন বা পেয়ে চলেছেন, উদাহরণস্বরূপ কয়েকটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের তথ্য, সংযুক্ত তালিকা কমেন্ট বক্সে দেওয়া হয়েছে।তালিকা আরও লম্বা হবে, আপাতত এই পর্যন্ত জানালাম। তবে এই সব প্রকল্পের সুবিধা পেতে প্রধানমন্ত্রী কে কোনো নম্বরে ফোন করা বাধ্যতামূলক নয়।’
সব শেষে শুভেন্দু লিখেছেন,’তৃণমূল মানেই হুমকি-ধমকি-কাটমানি !!!সরকারি প্রকল্পের কাজের রাজনৈতিকীকরণ এদের পতনের কারণ হবে তা এক প্রকার নিশ্চিত। নিজে হারের ভয়ে পাচ্ছেন মাননীয়া রাষ্ট্রমন্ত্রী, তাই নিজের কেন্দ্রের ভোটারদের কিরকম ধমক দিচ্ছেন তা ভালো করে শুনুন৷’

