এইদিন ওয়েবডেস্ক,রতলাম(মধ্যপ্রদেশ),০৯ জানুয়ারী : স্ত্রী গ্রাম পঞ্চাতের প্রাক্তন প্রধানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন । সেখানে তাঁকে গনধর্ষন করে মালিক ও মালিকের তিন বন্ধু । তার প্রতিশোধ নিতে ধর্ষকদের বিরুদ্ধে থানায় এফআইআর রজু না করে তাঁদের খুনের পরিকল্পনা করেন স্বামী । এক অভিযুক্তকে ডিটোনেটর ও জিলটিন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে খুন করতে সক্ষমও হয় সে । শেষ পর্যন্ত মহিলার স্বামী পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ায় অপর দুই ধর্ষকের প্রাণ বাঁচে । যদিও ধর্ষণের মামলায় পুলিশ তাদের গ্রেফতার করেছে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার রাত্তাগড়খেড়ায় (Rattagarhkheda) ।
পুলিশ সুত্রে জানা গেছে,গত ৪ জুলাই চাষের কাজে মাঠে গিয়ে খুন হন রাত্তাগড়খেড়া গ্রামের বাসিন্দা জনৈক লালা সিং নামে এক কৃষক । ঘটনার তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে ডিটোনেটর এবং জেলটিনের বিস্ফোরণ ঘটিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । আর ঠিক সেচের জন্য মোটরের কাছেই পুঁতে রাখা হয়েছিল ওই বিস্ফোরক । তবে খুনের মোটিভ সম্পর্কে ধন্দ্বে ছিল পুলিশ । তাই খুনির সন্ধানে পুলিশ ১০ হাজার টাকা পুরষ্কারও ঘোষণা করেছিল । শেষে পুলিশ জানতে পারে লালা সিংকে খুনের মূল ষড়যন্ত্রকারী একই গ্রামের বাসিন্দা সুরেশ লোধা নামে এক ব্যক্তি ।
জানা গেছে,খুনের ঘটনায় প্রমান পেতেই সুরেশকে মান্দসৌর থেকে গ্রেফতার করে পুলিশ । খুনের মোটিভ জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের চোখ কার্যত কপালে উঠে যায় । রতলামের এসপি গৌরব তিওয়ারি জানিয়েছেন, সুরেশ লোধার স্ত্রী গ্রামের প্রাক্তন প্রধান ভানওয়ার লালের (Bhanwar Lal) বাড়িতে পরিচারিকার কাজ করতেন । সেই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত ভানওয়ার লাল ও তার দুই বন্ধু লালা সিং এবং দিনেশ যাদব মিলে সুরেশের স্ত্রীকে নিয়ে গণধর্ষণ করে । সুরেশ ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ না করে তিনজনকে হত্যার ষড়যন্ত্র করে ।
পুলিশ সুত্রে জানা গেছে, সেই উদ্দেশ্যে সিমলাবাদার (simlavada) বাসিন্দা বদরিলাল পতিদারের কাছ থেকে ডিটোনেটর এবং জেলটিন স্টিক কিনেছিলেন সুরেশ । মাস ছয়েক আগে প্রথম টার্গেট করে ভানওয়ার লালকে । তাকে খুন করার জন্য সে মাঠের জমিতে ডেটোনেটর এবং জেলটিন স্টিক পুঁতে রেখেছিল । তাতে বিস্ফোরণও হয়েছিল । কিন্তু তখন বরাত জোরে তখন প্রাণ বাঁচে ভানওয়ার লালের । যদিও ঘটনাটি কাকতালীয় মনে করে তিনি এনিয়ে থানায় অভিযোগ দায়ের না করার বিস্ফোরণের মূল কারন অপ্রকাশ্যই থেকে গেছে । তবে সুরেশের দ্বিতীয় টার্গেট সফল হয় । লালা সিংয়ের যে জমিতে সেচের পাম্প লাগানো রয়েছে ঠিক তার পাশেই ডিটোনেটর ও জেলটিন স্টিক পুঁতে রাখে সুরেশ । লালা সিং মোটর চালু করার সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণ হয় । তার জেরেই মৃত্যু হয় লালার ।
জানা গেছে,পুলিশ সুরেশের কাছ থেকে তাঁর স্ত্রীকে গনধর্ষনের ঘটনার কথা শোনার পর প্রাক্তন প্রধান ভানওয়ার লাল, দীনেশ যাদব ও লালা সিংয়ের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করে । তার ভিত্তিতে ভানওয়ার লাল ও দিনেশ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ । সেই সঙ্গে বিনা লাইসেন্সে ডেটোনেটর ও জেলটিন স্টিক বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বদরিলাল পতিদারকেও । তাঁর কাছ থেকে বেশ কিছু ডিটোনেটর ও জেলটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ ।।