এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৬ মে : বিজেপি করার অপরাধে এক গৃহবধুকে দলবল নিয়ে ঘিরে ধরে ভরা বাজারের মধ্যে কান ধরে ওঠবস করতে বাধ্য করানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় । রাজনৈতিক প্রতিহিংসার এই প্রকার ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে এলাকায় । একজন মহিলা হয়ে এই ভাবে আর একজন মহিলার সম্মানহানি কি করে করতে পারেন, এনিয়েও উঠছে প্রশ্ন । জানা গেছে, যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে তাঁর নাম মিতা দাস । তিনি বৈকুন্ঠপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা । যদিও যথারীতি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মিতাদেবী ।
বুধবার থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইর্যাল হতে দেখা যায় । ভিডিওতে দেখা গেছে, এক গৃহবধু কাঁদতে কাঁদতে কান ধরে ওঠবস করে যাচ্ছেন । ঠিক তার পাশেই বাজারের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বধুর নাবালিকা মেয়ে । চোখের সামনে মায়ের এই দুর্দশা দেখে অঝোরে কেঁদে যাচ্ছে ওই কিশোরী । তাদের ঘিরে ধরে আছে একদল লোকজন । ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেত্রী মিতা দাসকে । তিনি গৃহবধুকে ক্রমাগত শাসিয়ে যাচ্ছেন । গৃহবধুর দিকে আঙুল তুলে তাঁকে বলতে শোনা গেছে, ‘একদম মিথ্যা কথা বলবি না । বিকালে মেয়েদের দিয়ে দামড়াবো ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,গৃহবধুর শ্বশুরবাড়ি বৈকুন্ঠপুর-২ অঞ্চলের কানাইনাটশাল এলাকায়। বধুর ভাসুর এবারের নির্বাচনে বর্ধমান উত্তর বিধানসভায় বিজেপির ৩১ নম্বর জেলা পরিষদ মণ্ডলের একটি বুথের দায়িত্বে ছিলেন । এই অপরাধেই ওই বধুকে এমন নজিরবিহীন শাস্তির মুখোমুখি হতে হল বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ঘটনাটি বুধবার সকালের গৃহবধু তাঁর কিশোরী মেয়েকে নিয়ে বাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন । অভিযোগ, বাজার সেরে তাঁরা যখন ফিরছিলেন সেই সময় হ্যাচারি রোড ক্যানেল পাড়ে মিতা দাস ও তাঁর দলবল বধুর পথ আটকায় । তারপর বধুকে ঘিরে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। শেষে মিতা দাস প্রকাশ্য রাস্তার উপরেই বধুকে কানধরে ওঠবস করার ফরমান শোনান বলে অভিযোগ । এদিকে ভিড়ের মধ্য থেকে কেউ এই দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখেন । পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়ে যায় ।
বিজেপির জেলা নেতা প্রবাল রায়ের অভিযোগ, ‘সারা রাজ্য জুড়েই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন আমাদের দলের কর্মী ও সমর্থকরা । বৈকুন্ঠপুরের আমাদের দলের এক কর্মীর পরিবারের গৃহবধুর প্রতি এই প্রকার ঘৃণ্য আচরণের তীব্র ভাষায় ধিক্কার জানাই । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।’
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেত্রী মিতা দাস বলেন, ‘ওই মহিলার স্বামী ও ওই মহিলা মিলে তৃণমূলের ছেলেমেয়েদের মারধর করেছে । সেই কারণে তৃণমূলের কর্মীরা তাকে ঘিরে ধরেছিল । আমি তাঁকে বাঁচাবার জন্য গিয়েছিলেন । আমি ওই মহিলাকে কান ধরে উঠবস করতে বাধ্য করিনি ।’।