এইদিন ওয়েবডেস্ক,কালাবুরাগী(কর্ণাটক),১৩ জানুয়ারী : কর্ণাটকে অটো চালক মেহবুবের হয়রানিতে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী হল বীরশৈব লিঙ্গায়ত সমাজের এক কিশোরী । ঘটনাটি ঘটেছে কালাবুরাগী জেলার জেওয়ার্গী তালুকের থানা এলাকায় । নিহত ১৪ বছরের কিশোরী জেওয়ার্গী তালুকের একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল । বিগত বেশ কয়েক দিন ধরে অটো চালক মেহবুবের দ্বারা উত্ত্যক্ত হয়েছিল, তার হয়রানি সহ্য করতে না পেরে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে কন্নড় সংবাদপত্র কানাডা প্রভা ।
প্রতিবেদনে বলা হয়েছে,অল ইন্ডিয়া বীরশৈব লিঙ্গায়ত সমাজ জেওয়ার্গী শহরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে, ঘটনার নিন্দা করে এবং মেয়েটির মৃত্যুর বিচার দাবি করেছে। মেয়েটিকে যৌন হয়রানির জেরে আত্মহত্যার কারণে মাহবুবকে দ্রুত গ্রেফতার করতে হবে বলে তারা দাবি জানিয়েছে । পকসো আইনের অধীনে, কঠোর শাস্তির জন্য বিচারের দাবি তোলা হয়েছে । এছাড়া মেয়েটির পরিবারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বলেও তারা দাবি জানিয়েছে । পাশাপাশি সংগঠনটি সতর্ক করে দিয়ে জানিয়েছে যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে তারা হিংসাত্মক আন্দোলনে নামতে বাধ্য হবে । প্রতিবেদনে বলা হয়েছে, বহুদিন ধরে প্রেম করার জন্য তরুণীকে উত্ত্যক্তকারী অভিযুক্ত মেহবুব এখন গ্রেফতার করেছে পুলিশ ।।