এইদিন ওয়েবডেস্ক,লিভারপুল,০৯ মার্চ : মঙ্গলবার মধ্য রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যানফিল্ডে ঘরের মাঠে ফিরতি লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিভারপুল ।অবশ্য এই পরাজয়ে তাদের কোনও সমস্যায় পড়তে হয়নি । কারণ প্রথম লেগে ইন্টারের মাঠে ২-০ গোলে জয় পেয়েছিল তারা । সেই সুবাদে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগের শেষ আট বা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি লিভারপুলের ।
এদিন, অ্যানফিল্ডে গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন সালাহ-মানেরা। কিন্তু ইন্টারের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের কারনে তাদের সব আক্রমণই ব্যর্থ হয়েছে । ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি পেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ ।
খেলার প্রথমার্ধের পর ৬২ তম মিনিটে মার্টিনেজ কর্নার থেকে দুর্দান্ত ড্রাইভ করে ইন্টারকে এগিয়ে দেয় । আর ঠিক তার পরেই লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিতে হয় অ্যালেক্সিস সানচেজকে । এর ফলে ইন্টারের আক্রমণের ঝাঁঝ কমে যায় । ইন্টার কোচ সিমোন ইনজাঘি আফসোস করে বলেন, ‘লাউতারোর গোল লিভারপুলকে আঘাত করেছিল ঠিকই কিন্তু সানচেজের বহিষ্কার খেলার শেষ আধ ঘন্টাকে প্রভাবিত করেছিল । অ্যানফিল্ডে এটি নিঃসন্দেহ একটি চমৎকার জয় । কিন্তু যোগ্যতার নিরিখে এই জয়ের কোনও দাম নেই ।’।