এইদিন ওয়েবডেস্ক,রংপুর,১২ ডিসেম্বর : বাংলাদেশের রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)কে জবাই করে হত্যাকারী মোরছালিন (২২) নামের এক টাইলস মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । তদন্তকারী কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে ধৃত মোরছালিনকে সঙ্গে নিয়ে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির পাশের এলাকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের দুই দিন আগে মোরছালিন ওই মুক্তিযোদ্ধার বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন, তখন থেকেই তাদের মধ্যে পরিচিতি হয় ।
গত শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুর্বণা রায়। রবিবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সীমানা প্রাচীর টপকে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দু’জনের মৃতদেহ দেখতে পায় ।
নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে পুলিশ মোরছালিনকে গ্রেফতার করে। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে এখনই সব বিস্তারিত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এদিকে মুক্তিযোদ্ধা দম্পতির হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । স্থানীয়রা বলছেন, পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে আর কেউ জড়িয়ে আছে কিনা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তবে হিন্দু দম্পতিকে এভাবে নৃশংস খুনের কারন সম্পর্কে পুলিশ কিছু জানায়নি ।।

