এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ জুলাই : দিল্লির তিহার জেলে বন্দি জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক শুক্রবার সকাল থেকে অনশন শুরু করে দিয়েছেন । তার মামলাটি সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ইয়াসিন । কারা কর্তৃপক্ষ তাকে বুঝিয়ে সুঝিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করেন । কিন্তু তাঁরা সফল হননি বলে জানা গেছে ।
নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিক একাধিক অভিযোগে অভিযুক্ত । জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-তহবিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের এপ্রিল মাসে মালিককে গ্রেফতার করেছিল এনআইএ । এর ঠিক এক বছর পর মালিক এবং তার ছয় সহযোগীকে সন্ত্রাসী এবং বিঘ্নকারী কার্যকলাপ (প্রতিরোধ) আইন (TADA), অস্ত্র আইন ১৯৫৯ এবং রণবীর দণ্ডবিধির অধীনে অভিযুক্ত করা হয়েছিল । জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মুফতি মোহাম্মদ সাঈদের কন্যা রুবাইয়া সাঈদ সম্প্রতি তাঁর ১৯৮৯ সালের অপহরণ মামলার জন্য একটি বিশেষ সিবিআই আদালতে হাজির হন। এই সময় তিনি জেকেএলএফের প্রধান ইয়াসিন মালিক এবং অন্য তিনজনকে তার অপহরণকারী হিসাবে চিহ্নিত করেছিলেন ।
ইয়াসিন মালিককে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায় ২৫ মে দিল্লির একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল । এর আগে ২০১৭ সালে মালিককে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ সম্পর্কিত একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল । একই সময়ে ১৯ মে দিল্লির এনআইএ আদালত তাকে সন্ত্রাসবাদী কার্যকালাপে অর্থায়ন মামলায় দোষী সাব্যস্ত করে ।।