এইদিন ওয়েবডেস্ক,মথুরা,০৬ ডিসেম্বর : শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্সের শাহী ইদগা ময়দানে সর্বভারতীয় হিন্দু মহাসভার হনুমান চালিসা পাঠের আহ্বানের পরিপ্রেক্ষিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মথুরা প্রশাসন । মঙ্গলবার সকাল থেকে মথুরার বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড লাগানো হয়েছে এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে । হিন্দু মহাসভার আগ্রা ইনচার্জ সৌরভ শর্মা কৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্সে অবস্থিত শাহী ইদগাহ মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ভুতেশ্বর তিরাহে থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মথুরার অতিরিক্ত পুলিশ সুপার (শহর) মার্তন্ড প্রকাশ সিং । তিনি আরও জানান,সোমবার হিন্দুবাদী সংগঠনের আরও ৭-৮ জন নেতাকেও বিভিন্ন থানা এলাকায় অবস্থিত তাদের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছিল । অখিল ভারত হিন্দু মহাসভা কর্তৃক শাহী ইদগাহ মসজিদে লাড্ডু গোপালের জলাভিষেক এবং হনুমান চালিসা পাঠ করার ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রতিটি কোণায় সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
প্রসঙ্গত,বাবরি মসজিদ ধ্বংসের ৩০ তম বার্ষিকী উপলক্ষে মথুরা জেলা প্রশাসন এলাকায় বিধিনিষেধ আরোপ করেছে । এই নিষেধাজ্ঞা ২৮ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। এই সময়ে জেলা প্রশাসন পাঁচ জনের বেশি লোকের জমায়েত এবং কোনো রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় সংগঠনের কোনো প্রকার কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করেছে । এরই মাঝে সোমবার অখিল ভারত হিন্দু মহাসভা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে শ্রী কৃষ্ণ জন্মভূমি-ইদগা ময়দানে লাড্ডু গোপালের জলাভিষেক এবং হনুমান চালিসা করার অনুমতি চেয়েছিল ।।