এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জুলাই : বিপুল গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল রজত বাহাদুর সোনার (২৫), ইন্দ্রজিৎ সিং ( ১৯) এবং সুজন রায় (২৪)। তাদের বাড়ি বর্ধমান থানার গোপালনগর এলাকায় । শনিবার গভীর রাতে বাদশাহী রোডে ভাতার থানার কালিটিকুরি মোড়ে নাকা চেকিংয়ের সময় তাদের মারুতি সুজুকি গাড়ির সিটের তলা থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর,সূত্র মারফত গাঁজা পাচারের আগাম খবর পেয়ে শনিবার রাতে বাদশাহী রোডে নাকাচেকিং শুরু করে ভাতার থানার পুলিশ । রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ কালিটিকুরি মোড়ের কাছে নতুনহাটের দিক থেকে বর্ধমানের দিকে যাওয়া গাড়িটি আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে । জিজ্ঞাসাবাদ করে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ গাড়িতে তল্লাশি শুরু করে । আর তখনই গাড়ির সিটের তলায় গাঁজার প্যাকেটগুলি পুলিশের নজরে পড়ে ।
আজ রবিবার ধৃতদের বর্ধমানে মাদক মামলার বিশেষ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে উত্তরবঙ্গ থেকে এই গাঁজা আনা হয়েছে । তারা কোথায় কোথায় পাচার করার পরিকল্পনা করেছিল তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ । পাশাপাশি এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে ।।

