এইদিন ওয়েবডেস্ক,ময়নাগুড়ি,২১ অক্টোবর : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ৩ যুবকের বিরুদ্ধে । মহিলার অভিযোগ যে গত শুক্রবার তিনি যখন বাড়িতে একা ছিলেন,সেই সময় ওই তিন যুবক বাড়িতে ঢুকে তার মুখ চেপে ধরে ধরে তার উপর উপর্যুপরি নির্যাতন চালায় । মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও এলাকার বাসিন্দারা মহিলার স্বভাব চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন । তাদের পালটা অভিযোগ, পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন ওই মহিলা৷ শুক্রবার রাতে তিন যুবক হাতেনাতে ধরে ফেললে তাদের মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে ওই মহিলা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি- ২ পঞ্চায়েত এলাকায় বাড়ি অভিযোগকারিনীর । তার স্বামী পেশায় শব্জি বিক্রেতা । ময়নাগুড়ি বাজারে তার দোকান রয়েছে । মহিলার অভিযোগ, শুক্রবার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন । রাত্রি প্রায় ১০ টা নাগাদ তিনি বাড়ির কলতলায় বাসন ধুচ্ছিলেন । সেই সময় প্রতিবেশী ৩ যুবক তাদের বাড়িতে ঢোকে । ওই যুবকরা তার মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করে । মহিলার আরও অভিযোগ যে যুবকরা তার ঘাড়সহ শরীরের একাধিক জায়গায় কামড়ে দেয় । যদিও স্থানীয় মহিলাদের পালটা প্রশ্ন, শুক্রবার ঘটনার পর তিনি কেন বিষয়টি তার স্বামীর কাছে প্রায় তিন দিন গোপন করে গেলেন ? স্থানীয় এক গৃহবধূর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে ওই যুবকদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন । পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে অভিযোগকারিনীকে গ্রামে আর থাকতে দেবেন না তারা । কারন ভবিষ্যতে তিনি পাড়ার অন্য কোনো যুবককেও মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিতে পারেন ।
ঘটনার বিবরণ দিয়ে যজ্ঞেশ্বর নামে স্থানীয় এক ব্যক্তির বলেন, পাড়ার ছেলেরা শুক্রবার কালীপূজোর চাঁদা সংগ্রহ করার পর এক জায়গায় জড় হয়েছিল । ভিন গ্রামের একটা ছেলেও সেখানে ছিল । যার সঙ্গে ওই মহিলার সঙ্গে সম্পর্ক আছে। সেদিন পাড়ার ছেলেরা ওই মহিলার সঙ্গে ভিন গ্রামের যুবককে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে । পাড়ার ছেলেরা ঘরে শিকল তুলে দেয় । তখন ভিন গ্রামের ছেলেটা ঘড়ের সিঁদ কেটে দৌড়ে পালিয়ে যায় । বিষয়টা নিয়ে যখন শোড়গোল বেঁধে যায় তখন ওই মহিলা ঘটনার তিনদিন পর পরিকল্পনা করে থানায় এফআইআর দায়ের করে ।’ তিনি আরও বলেছেন,যে ছেলেগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে তারা খুবই ভালো বলে পরিচিত । তার অভিযোগ, পাড়ার তিনটে ছেলেদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন ওই মহিলা । ওই মহিলার স্বভাব খারাপ । বছরে তিন চার বার একই ঘটনার পুনরাবৃত্তি হয় । মহিলা চরিত্র সম্পর্কে পাড়ার সকলেই জানে ।
স্থানীয় ওই গৃহবধূ বলেন,’ঘটনাটি ঘটে গত শুক্রবার । কিন্তু রবিবার পর্যন্ত ঘটনার কথা মহিলা গোপন করে যায় । পরে আমাদেরকে ঘটনার কথা জানায় । তখন আমরা প্রশ্ন করি, ‘তোর স্বামীকে কেন বলিসনি ?’ তখন সে নিজের অসুস্থতার কথা বলে জানায় যে বিছানা থেকে উঠতে পারেনি ৷ আমরা তখন বললাম, তুই এই নির্দোষ ছেলেগুলোকে কেন ফাঁসালি ?’ তিনি আরও বলেন,আজ যে ঘটনাটা করল দুদিন পরে যে করবে না তার কোন গ্যারান্টি আছে ? করতেও পারে । আমাদের পাড়াতে তো অনেক যুবক আছে। তাই আমরা চাই যে এই মহিলা যেন এখানে না থাকে,যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় ।’
জানা গেছে,মহিলার অভিযোগ পাওয়ার পরেই তিন অভিযুক্তকে রবিবার রাতে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ । সোমবার তাদের আদালতে পাঠানো হয়৷ গ্রামবাসীরা জানিয়েছেন যে এই মামলা থেকে বের করে আনার জন্য তারা ওই যুবকদের পাশে থাকবেন তারা । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।।