আমিরুল ইসলাম,সুন্দরবন,১৮ জুন : “ইয়াস” ঘূর্নীঝড়ে এরাজ্যের সব থেকে ক্ষতিগ্রস্থ এলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা জেলার সুন্দরবনের দ্বীপ এলাকাগুলি । এদিকে দ্বিতীয় দফার করোনা ঢেউয়ের দরুন আংশিক লকডাউন,তার উপর বিগত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টিপাতের কারনে বন্ধ হয়ে গেছে রুজিরুটি । ফলে চুড়ান্ত সঙ্কটে পড়েছেন বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবন এলাকার দ্বীপগুলির বাসিন্দারা । এই পরিস্থিতিতে সুন্দরবনের দ্বীপের বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব বর্ধমান জেলার দিল তিন সংস্থা ।
শুক্রবার পূর্ব বর্ধমানের গ্রীন হান্টার,দক্ষিণ দামোদর প্রেস ক্লাব ও সেহারা বাজারের রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট নামে ওই তিন সংস্থার সদস্যরা সুন্দরবনের গোসাবা দ্বীপের সোনাগাও এলাকায় গিয়ে চাল, ডাল, আলু পিয়াঁজ, চিঁড়ে, চিনি, স্যানিটারি ন্যাপকিন, কাপড় জামা ছাড়াও বাচ্চাদের খাতা পেন্সিল তুলে দেন গ্রামবাসীদের হাতে । প্রতিকুল পরিস্থিতির মাঝে ত্রাণসামগ্রী পেয়ে খুশি দ্বীপের বাসিন্দারা । তাঁরা ওই তিন সংস্থার সদস্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন ।
গ্রীন হান্টার এর সম্পাদক রাকেশ খান, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক তথা দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলামরা বলেন, ‘এদিন গদখালি থেকে লঞ্চে ২ ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা গোসাবা দ্বীপের সোনাগাও এলাকায় পৌঁছুই । গিয়ে দেখি ইয়াস ঘূর্ণীঝড় কার্যত লন্ডভন্ড করে দিয়েছে গোটা এলাকা । সুন্দরবন না এলে বুঝতেই পারতাম না জীবন কত কঠিন হতে পারে । কত কষ্টে আছে দ্বীপের বাসিন্দারা ! আজ ওদের জন্য নুন্যতম কিছু করতে পেরে সত্যিই খুব তৃপ্তি পেয়েছি । ভবিষ্যতেও আমরা এই ধরনের উদ্যোগ নেবো ।’ তাঁরা জানিয়েছেন, এদিন ৫০০ টি দুঃস্থ পরিবারের হাতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ত্রাণসামগ্রী তুলে দিয়ে এসেছেন ।।