এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার রাজুয়া গ্রামের আরও ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃতরা হল : ইব্রাহিম শেখ, সফিক শেখ এবং সফিক মণ্ডল। ধৃত তিনজনকে আজ সোমবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয় । এনিয়ে রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাড়াল ৯ জন।
গত শুক্রবার কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বাঁধার সময় প্রবল বিস্ফোরণে গোটা গ্রাম কেঁপে ওঠে । একসাথে ঠিক কতগুলি বোমাতে বিস্ফোরণ ঘটে তা এখনো স্পষ্ট নয় । তবে বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে গোটা ঘর কার্যত ধূলিসাৎ হয়ে । ক্ষতি হয় আশপাশের বাড়িগুলিতেও । বিস্ফোরণে মারা যায় বোমা বাঁধার মূল কারিগর বীরভূমের নানুর এলাকার বাসিন্দা বরকত কারিগর নামে এক দুষ্কৃতীর । গুরুতর জখম হয় মূল অভিযুক্ত তুফান চৌধুরী নামে রাজুয়া গ্রামের এক দুষ্কৃতী ৷ তুফানকে জেরা করে লিঙ্কম্যান কেতুগ্রামের কাচরা গ্রামের বাসিন্দা জামির শেখের নাম জানতে পারে পুলিশ । পুলিশ তাকে গ্রেপ্তার করে । পাশাপাশি গ্রেপ্তার করা হয় রাজুয়া গ্রামের বাসিন্দা আবু তাহের ওরফে হাঁসু, অনুপ কায়িম শেখ ওরফে পিনু, নজরুল মোল্লা এবং জোমেইদ শেখ নামে আরও ৪ দুষ্কৃতীকে । এদিকে বিস্ফোরণের ঘটনার পরেই জখম অবস্থায় পালিয়েছিল ইব্রাহিম শেখ ও সফিক শেখ । তাদের খুঁজছিল পুলিশ। মঙ্গলবার ভোরে কেতুগ্রাম এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সফিক মণ্ডলকে রাজুয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বোমা ফেটে ইব্রাহিম শেখ ও সফিক শেখের মুখের কিছুটা অংশ ঝলসে যায়। কিন্তু তারা পুলিশের গ্রেপ্তারির ভয়ে ওই অবস্থায় ছুটে পালিয়ে যায়। চিকিৎসকের কাছেও যায়নি তারা। বাড়িতেই ওষুধ লাগিয়ে নেয় ।
তদন্তকারীরা জানতে পেরেছেন ইব্রাহিম শেখের মাধ্যমে ওই বোমার মশলা কিনে আনা হয়েছিল মুর্শিদাবাদ থেকে । ধৃত ইব্রাহিম বোমা বাঁধার জন্য মশলা সাপ্লাই দিয়েছিল। বোমা বাঁধার সময় সফিক শেখ ঘরের দরজায় দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছিল। সফিক মণ্ডল বোমা বাঁধার জন্য সুতলি দড়ি তুফানের সঙ্গে কাটোয়া শহরে গিয়ে একটি দোকান থেকে কিনে এনেছিল । তবে সফিক মণ্ডল বোমা বাঁধার সময় সেখানে উপস্থিত ছিল না । তবে অত বিপুল পরিমান বোমা বাঁধার উদ্দেশ্য স্পষ্ট নয় । আসন্ন বিধানসভার ভোটের জন্য প্রস্তুতি নাকি অন্য উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা । এদিকে রবিবার ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল । তাদের তল্লাশি অভিযানে হয় প্রায় সাত কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে বলে জানা গেছে ।।

