এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ সেপ্টেম্বর : ভাগিরথীতে স্থান করতে গিয়ে তলিয়ে গেল ৩ কিশোরী । তাদের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব হলেও মৃত্যু হয়েছে ২ জনের । ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চরসুজাপুর শক্তি মণ্ডল পাড়া এলাকায় । মৃতদের নাম শ্রীপর্ণা রজক(১১), কোয়েল রজক (১০) । বছর দশেকের পূর্ণিমা রজক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,শনিবার শ্রীপর্না,কোয়েল ও পূর্ণিমা ৩ বন্ধু মিলে বাড়ির কিছুটা পাশেই ভাগিরথীর ঘাটে স্নান করতে গিয়েছিল । সেই সময় অসতর্কতাবশত তিনজনই নদীর স্রোতের টানে তলিয়ে যায় । নদীর ঘাটে থাকা লোকজনের নজরে পড়লে তারা নদীর জলে ঝাঁপ দিয়ে ওই তিন নাবালিকার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন । তাঁরা পূর্ণিমাকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হন । কিন্তু প্রায় এক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর শ্রীপর্না ও কোয়েলের সন্ধান পাওয়া যায় ৷ এদিকে ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ । এরপর পুলিশ ৩ কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসীরা ।।