এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা), ২৭ জুন : গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে মাদকসহ দুই মহিলাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ । ধৃতরা একই পরিবারের সদস্য । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম মোহাম্মদ ইসমাইল, ইসমাইলের স্ত্রী সাজেরা বিবি, এবং তার পুত্রবধূ সোনাভান ওরফে রুকসানা । ধৃতরা রতুয়া থানা এলাকার ভাদো বাজার পাড়া গ্রামের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকার মূল্যের মাদক,নগদ এক লক্ষ চল্লিশ হাজার দুশো নব্বই টাকাসহ অনান্য সামগ্রী উদ্ধার হয়েছে । পুলিশ সুত্রে খবর,এই চক্রের মূল পান্ডা মোহাম্মদ ইসমাইলের দুই ছেলে মোহাম্মদ এজাবুল হক ও সামিরুল হক । বেশ কিছুদিন আগে আগ্নেয়াস্ত্রসহ সামিরুল হককে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ । এখন সে জেলবন্দি। তবে অপর অভিযুক্ত এজাবুল হক পলাতক ।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে মোহাম্মদ ইসমাইলের দুই ছেলে সামিরুল এবং এজাবুল মাদক কারবারের সঙ্গে যুক্ত। এমনকি তাদের পরিবারের মহিলারা পর্যন্ত এই কারবারে সক্রিয়ভাবে যুক্ত ছিল ।
গ্রামবাসীরা তাদের বহুবার সতর্ক করলেও তারা কোনো কথায় কর্ণপাত করেনি । শেষে রবিবার সন্ধ্যায় তাদের বাড়িতে চড়াও হয়ে ক্ষিপ্ত গ্রামবাসীরা ভাঙচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । এদিন সোমবার রতুয়া থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযান চলে । উদ্ধার হয় মাদক ও নগদ টাকা ।
রতুয়া থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ভাদো এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার মাদক,নগদ এক লক্ষ চল্লিশ হাজার দু’শো নব্বোই টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বাড়ি মালিক মোঃ ইসমাইল এবং তার স্ত্রী সাজেরা বিবি এবং তার পুত্রবধূ সোনাভানকে ।তবে মূল অভিযুক্ত এজাবুল হক পলাতক।’ তিনি জানান, এই চক্রটি মূলত কালিয়াচক থেকে মাদক এনে পাচার করত । ধৃতদের আদালতে তুলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানিয়েছেন ।।