এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৫ সেপ্টেম্বর : আজ সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও বীরভূম জেলার সীমান্তে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । দুই বেপরোয়া গতির বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছে আরও এক বাইক আরোহী৷ বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পুলিশ মৃতদের বীরভূম জেলার নানুর থানা এলাকার নতুনগ্রামের বাসিন্দা মকবুল শেখ (৪৫) ও আবদুল্লা শেখ (৬০) এবং বীরভূম জেলার নানুর থানা এলাকার বেলাই গ্রামের বাসিন্দা বাবু দাস (২৯) হিসাবে চিহ্নিত করেছে । বাবু দাসের বন্ধু রাম দাসের অবস্থা আশঙ্কাজনক । বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
জানা গেছে,বাবু দাস ও তার বন্ধু রাম দাস দু’জনেই পেশায় রাজমিস্ত্রি । বাবু দাসের মাসখানেক আগে বিয়ে হয়েছিল। আজ তারা একটি বাইকে চড়ে এদিন নতুনহাটে মোবাইল ফোন কিনতে আসছিলেন । অন্যদিকে মকবুল এবং আবদুল্লা মঙ্গলকোট এলাকায় আত্মীয়বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন । দুপুরের দিকে অনুষ্ঠানবাড়ির জন্য নতুনগ্রামে দই কিনতে যাচ্ছিলেন তারা । নতুনহাটে অজয়নদের উপর লোচনদাস সেতু সংলগ্ন নতুনগ্রাম মোড়ের কাছে দুই বাইকের মুখোমুখি সজোরে সংঘর্ষ হয় । চার বাইক আরোহী ছিটকে পড়েন । তাদের কারোর মাথাতেই হেলমেট না থাকায় প্রত্যেকের গোটা শরীরের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত লাগে । খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ তাদের মঙ্গলকোট ব্লক হাসপাতালে আনে । কিন্তু আহতদের মধ্যে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন ।।

