এইদিন ওয়েবডেস্ক,ঋষিকেশ,২৯ ডিসেম্বর : সাম্প্রতিক কিছু সময় ধরে উত্তরাখণ্ডে ব্যাপক সংখ্যায় রোহিঙ্গা-বাংলাদেশী-নেপালি অনুপ্রবেশকারীদের আমদানি হতে শুরু করেছিল । আর তাদের ভারতীয় নাগরিক বানানোর জন্য জাল ভোটার-আধার কার্ড তৈরির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল সম্প্রতি । এমনই একটি চক্রের কল সেন্টার হানা দিয়ে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) । ধৃতদের নাম লক্ষ্মণ সিং সাইনি,বাবু সাইনি ও ভারত সিং । ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি দেরাদুনের ঋষিকেশ থানা এলাকায় । তৃতীয়জন নেপালের নাগরিক । ওই কল সেন্টারের মালিক লক্ষ্মণ সিং সাইনি বলে জানতে পেরেছে তদন্তকারী দল । কল সেন্টার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬৪০ টি ফাঁকা প্লাস্টিকের কার্ড, ২০০ টি ল্যামিনেশন কভার কার্ড, ২৮ টি ভোটার আইডি, ৬৮ টি আধার কার্ড,১৭ টি প্যান কার্ড,৭ টি আয়ুষ্মান কার্ড, ১ টি স্ট্যাম্প,১ টি স্ট্যাম্প প্যাড এবং ১২,৫০০ টাকা নগদ সহ ইলেকট্রনিক সামগ্রী ।
এসটিএফের সিনিয়র সুপারিনটেনডেন্ট আয়ুশ আগরওয়ালের উদ্ধৃতি দিয়ে পাঞ্চজন্য জানিয়েছেন, কোনও নথি বা প্রমাণ ছাড়াই মোটা টাকার বিনিময়ে বেআইনিভাবে আধার কার্ড,ভোটার কার্ড,প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র তৈরি করে দেওয়ার একটি চক্রের সম্পর্কে খবর আসে পুলিশের কাছে । খবর পাওয়ার পর গোপনে তদন্তে নামে স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) । তারপর ক্রেতা সেজে ওই দোকানে হানা দিয়ে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে । এসপি বলেন,’বিষয়টি খুবই গুরুতর । কারন ওই সমস্ত নথি দেখিয়ে মোবাইল সিম কেনার পর তা দেশবিরোধী বা অন্যান্য অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করতে পারে দুষ্কৃতীরা ।’ এই ধরনের আর কোন চক্র আছে কিনা বা এযাবৎ কতজনকে জাল শংসাপত্র তৈরি করে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ।।