এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৩ আগস্ট : প্রাতঃভ্রমণে বের হওয়া ব্যবসায়ীর গলা থেকে ৪০ গ্রাম ওজনের সোনার হার ছিনিয়ে নিল বাইক আরোহী ৩ দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর প্রায় সাড়ে ৫ টা নাগাদ বেড়াচাঁপা-হাড়োয়া রোডে হাদিপুর হাতিপাড়া গ্রামের কাছে । ব্যবসায়ীর নাম অসিত কুমার পাল । তবে তিনি এখনো পর্যন্ত এই ছিনতাইয়ের ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা জানা যায়নি ।
জানা গেছে,বেড়াচাঁপা হাইস্কুল সংলগ্ন ফার্নিচারের দোকান রয়েছে অসিত কুমার পালের । রোজ ভোরে তিনি প্রাতভ্রমণে বের হব । আজও যথারীতি বেড়াচাঁপা-হাড়োয়া রোডে প্রাতভ্রমণে বের হয়েছিলেন তিনি । ভোর প্রায় সাড়ে ৫টার নাগাদ তিনি হাদিপুর কালিতলার আগে হাতিপাড়া এলাকার পাটধোয়া ঘাটের কাছে আসতেই পিছন থেকে তিন দুষ্কৃতী বাইকে চড়ে এসে অসিত পালের গলায় থাকা ৪০ গ্রাম ওজনের সোনার হার ছিঁড়ে নিয়ে হাড়োয়া দিকে পালায় । দুষ্কৃতীদের টানাটানিতে তিনি মুখ থুবড়ে পড়ে যান । এরপর তিনি উঠে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন। কিন্তু দুষ্কৃতীরা বাইক নিয়ে উধাও হয়ে যায় । অসিত পাল বলেন,’একটি বাইকে তিনজন ছিল তাদের মধ্যে একজনের চাপদাড়ি আছে। আনুমানিক তাদের বয়স ২৮ থেকে ৩০ বছর।’ ভোর ৪ টে থেকে সাড়ে ৫টার মধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখল্ব দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি । তবে এই ঘটন আর পর কেউ আর প্রাতঃভ্রমণে বার হবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন ।
উল্লেখ্য,এর আগেও ওই একই জায়গায় হাড়োয়া থেকে এক সবজি ব্যবসায়ীর বাইক থামিয়ে তার মাথায় আগ্নেয়াস্ত্র ধরে কাছে থাকা কয়েক হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়েছিল ৩ দুষ্কৃতী । ফের একই জায়গায় ঘটল ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনা।।