এইদিন ওয়েবডেস্ক,নড়াইল,২০ মার্চ : লাগাতার মন্দির ও দেবদেবীর মূর্তিতে হামলার মাঝে এবার বাংলাদেশের নড়াইলের গৌড়ীয় মঠ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল এক দুষ্কৃতী । গত ১৬ মার্চ নড়াইলের শ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠের মঠ রক্ষক সার মহারাজ(৫০) স্থানীয় নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান,গত ১৪ মার্চ বিকেল সাড়ে ৫ টা নাগাদ এক আজ্ঞাতপরিচয় ব্যাক্তি ০১৯৪৫৫৬৩১৬৭ নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন করে । ওই ব্যক্তি ৭২ ঘন্টার মধ্যে তাকে ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে মঠটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় । এই বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, ‘অভিযোগ পেয়েছি । মোবাইল ফোনের সূত্র ধরে হুমকিদাতাকে শনাক্ত করার কাজ চলছে । আশা করছি খুব দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হবে।’
জানা গেছে,বাংলাদেশের নড়াইলের বড়দিয়া গৌড়ীয় মঠটি বহু প্রাচীন । বর্তমানে মঠে ২০ জন সেবক রয়েছেন । সার মহারাজ প্রায় ৩০ বছর ধরে মঠের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । নিয়মিত পূজার্চনা ও বছরের বিভিন্ন তিথিতে উৎসব হয় । প্রচুর শ্রদ্ধালুর আগমন হয় তখন । এছাড়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পূজোর সময় অনেক মানুষ মঠে আসেন । এখন এই হুমকির পর মঠের সেবকসহ ভক্তদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।।