এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ মে : সাংবাদিক পরিচয় দিয়ে বালিঘাটের এক ইজারাদারের কাছে টাকার দাবি করেছিল বছর বিয়াল্লিশের এক ব্যক্তি । এমনকি টাকা না দিলে ইজারাদারকে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন তিনি । শেষ পর্যন্ত ইজারাদারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মনোয়ার হোসেন শেখ । কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামে তাঁর বাড়ি । ঘটনাকে ঘিরে শোড়গোল পড়ে গেছে এলাকা জুড়ে ।
পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পেশায় বালিঘাটের ইজারাদার রমজান শেখ নামে এক ব্যক্তি । তিনি অভিযুক্ত মনোয়ার হোসেন শেখের প্রতিবেশী । রমজান শেখের অভিযোগ, সাংবাদিক পরিচয় দিয়ে মনোয়ার একাধিকবার তাঁর কাছ থেকে টাকা নিয়েছে । হুমকি দেখিয়ে কখনও ২০ হাজার, কখনও ৫০ হাজার আবার কখনও ৬০ হাজার টাকা আদায় করেছে সে । ইদানিং ফের সে এক লক্ষ টাকা দেওয়ার দাবি করছিল । বালিঘাটে গিয়ে ছবি তুলে ফাঁসানোর ভয় দেখাচ্ছিল । এমনকি টাকা না দিলে গুলি করে মেরে ফেলবে বলে হুমকিও দিচ্ছিল মনোয়ার হোসেন শেখ । তিনি বলেন, ‘প্রশাসনের বিভিন্ন স্তরে আমার বিরুদ্ধে নালিশও করেছিল ওই ব্যক্তি । তাই তিতিবিরক্ত হয়ে শেষ পর্যন্ত আমি পুলিশের দ্বারস্থ হয়েছি ।’
জানা গেছে, বালিঘাটের ইজারাদারির পাশাপাশি নির্মান সামগ্রীর ব্যাবসাও করেন রমজান শেখ । তিনি মনোয়ার হোসেন শেখের বিরুদ্ধে বৃহস্পতিবার কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । আর অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ । ওইদিন রাতেই বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় । তবে পুলিশ জানিয়েছে,ধৃত ব্যক্তি সংবাদপত্র বা বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে যুক্ত নয় । তিনি একজন ইউটিউবার ।।