এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৫ মার্চ : বাঁকুড়ায় বিজেপি বিধায়কের দোকানে হুমকি পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । শহরের সড়ক পথের ধারেই রয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার রেডিমেড পোশাক ও জুয়েলারির দোকান । শনিবার সকালে দেখা যায় ওই দোকানের শাটারে সাঁটা রয়েছে কম্পিউটারে ছাপা একটি পোস্টার । সাদা কাগজে কালো হরফে তাতে লেখা রয়েছে, “দোকান খুললেই মারবো” । কে বা কারা ওই পোস্টার সাঁটিয়ে দিয়ে গেছে তা পরিষ্কার নয় । বিধায়কের তরফ থেকে এদিন বিকেল এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগও দায়ের করা হয়নি।
তবে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিলাদ্রী শেখরবাবু । তিনি বলেন, ‘হুমকি পোস্টার সাঁটিয়ে আমায় দমানো যাবে না । যে বা যারা রাত্রির অন্ধকারে এই সমস্ত কাজ করছে,আমি তাদেরকে বলছি, কান খুলে শুনুন,’হাতি চলে বাজার, কুত্তে ভৌকে হাজার’ । যদি ক্ষমতা থাকে তাহলে দিনের আলোয় চোখে চোখ রেখে কথা বলুন । ওরকম চোরের মত,ডাকাতের মত হুমকি পোস্টার সাঁটানোর মত ঘটনাকে নীলাদ্রি দানা গুরুত্ব দেয় না । নীলাদ্রি দানা ৩৪ বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছে । বর্তমানেও লড়াই করে যাচ্ছে । ক্ষমতা থাকলে সামনা সামনি লড়াই করুন । নীলাদ্রি দানা সামনা সামনি লড়াই করতে ভালোবাসে ।’
অন্যদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলশ্রুতি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা শ্যামল সাঁতরা । তিনি বলেন, ‘পুরসভা নির্বাচনে বিজেপি গোহারা হেরে গেছে । এখন বিজেপিরই একাংশ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এইভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন ।’।