এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জুন : সিপিএম প্রার্থীর স্বামীকে ‘ছবি করা’র হুমকি,আর কংগ্রেসীদের ‘বাড়ি ছাড়া’ ছাড়া করার হুমকি দিয়ে পোস্টার পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজার এলাকায় । সাদা কাগজের উপর কম্পিউটারে প্রিন্ট করা ওই পোস্টারগুলি কে বা কারা সাঁটিয়ে দিয়ে গেছে তা স্পষ্ট নয় । এদিকে পঞ্চায়েত নির্বাচনের আবহে এই প্রকার হুমকি পোস্টারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এই ঘটনায় কংগ্রেস আজ সোমবার দুপুরে এনিয়ে ভাতার থানার পুলিশের দ্বারস্থ হয় । যদিও সিপিএমের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এদিন বিকেল পর্যন্ত জানা যায়নি ।
জানা গেছে,পোস্টারগুলির মধ্যে একটি রয়েছে
বলগোনা পঞ্চায়েতের হরিপুর গ্রামের ৭১ নম্বর বুথের সিপিএমের প্রার্থী টুকটুকি খাতুনের স্বামী শেখ রাজুকে উদ্দেশ্য করে । বলগোনা রেলস্টেশনের কাছেই বাড়ি টুকটুকি খাতুনদের । বাড়ির সামনেই তার স্বামীর একটা দোকান রয়েছে । ওই দোকানের গেটেতে এদিন সকালে বেশ কিছু হুমকি পোস্টার দেখা গেছে । পোস্টারে লেখা হয়েছে, ‘সিপিএমের খুব বাড় বেড়েছে । রাজু চুপ থাক না হলে তুই ছবি হয়ে যাবি ।’ ওই পোস্টারের পাশেই অন্য পোস্টারে কংগ্রেসকে উদ্দেশ্য করে লেখা হয়েছে,’শিকোত্তরের কংগ্রেসগুলো সব বাড়ি ছাড়া হবে ।’ একই পোস্টার বলগোনা বাজারে কংগ্রেস কার্যালয়েও সাঁটানো হয়েছে ।
তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া বলগোনা পঞ্চায়েতের বিদায়ী প্রধান শেখ আমজাদ বলেন,’ওই সমস্ত হুমকি পোস্টারে আমরা আতঙ্কিত । ভাতার থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছি যাতে শান্তিপূর্ণভাবে ভোটপর্ব সম্পন্ন করতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় ।’ তিনি দাবি করেন,’যারা হেরে যাওয়ার ভয়ে ভীত, তারাই রাতের অন্ধকারে ওই পোস্টারগুলি সাঁটিয়ে দিয়ে গেছে ।

প্রসঙ্গত,এবারে টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী দলবদল করেছে । কেউ গেছে সিপিএমে, কেউ নাম লিখিয়েছে কংগ্রেসে । শেখ আমজাদ তাদের মধ্যে অন্যতম । তৃণমূল এবারে তাকে টিকিট দেয়নি । আর তাতেই ক্ষিপ্ত হয়ে কংগ্রেস শিবিরে ভিড়ে গেছেন শেখ আমজাদ । কংগ্রেস তাকে পঞ্চায়েত সমিতির ১০ নম্বর আসনে প্রার্থীও করেছে । এবারের নির্বাচনে পঞ্চায়েত সমিতির ১০ নম্বর আসনটি ছাড়াও শিকোত্তর গ্রামে সিপিএমের সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস । ফলে কিছুটা হলেও ব্যাকফুটে শাসকদল । কারন তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে জোট প্রার্থীরা থাবা বসাবে বলে মনে করা হচ্ছে । সেক্ষেত্রে হিন্দু বহুল এলাকায় বিজেপির ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে ।।

