এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ জুলাই : চার সন্তানকে নিয়ে ভারতে হিন্দু প্রেমিকের কাছে পালিয়ে আসা সীমা হায়দারকে পাকিস্তানে ফেরত না পাঠালে ২৬/১১-এর ধাঁচের হামলার হুমকি দিয়ে ফোন করেছে সন্ত্রাসীরা । সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,’মহারাষ্ট্রের মুম্বাই পুলিশ কন্ট্রোল রুম বৃহস্পতিবার একটি হুমকি কল পেয়েছে, যেখানে ফোনকারী পুলিশকে হুমকি দিয়েছিল যে পাকিস্তানি নাগরিক সীমা হায়দার পাকিস্তানে ফেরত না পাঠালে ২৬/১১-এর মত সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত হতে হবে । মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি তদন্ত করছে ।’ প্রসঙ্গত, এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সন্ত্রাসীরা হুমকি দিয়েছিল, সীমা হায়দারকে না ফিরিয়ে দিলে পাকিস্তানের মন্দির ও হিন্দুদের উপর তারা হামলা চালাবে ।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা বছর সাতাশের সীমা হায়দারের স্বামী গোলাম হায়দার দুবাইয়ে জনমজুরের কাজ করেন । গোলামের দুটো বিয়ে । প্রথমপক্ষের দুই সন্তান । নিজের দুই সন্তান ও স্বামীর আগের স্ত্রীর দুই সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন সীমা । করোনা মহামারীর সময় পাবজি গেম খেলার সময় উত্তরপ্রদেশের বাসিন্দা শচীন নামে এক হিন্দু যুবকের সঙ্গে তাঁর পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তারপর চার সন্তানকে নিয়ে অবৈধ ভাবে ভারত- নেপাল সীমান্ত টপকে তিনি গ্রেটার নয়ডায় প্রেমিকের কাছে চলে আসেন । শচীন তাকে রবুপুরার আম্বেদকর নগর এলাকায় একটা ভাড়া বাড়িতে রাখেন । হিন্দুদের মতই জীবনযাপন করতে শুরু করেন সীমা হায়দার । কিন্তু বকরীদ উদযাপন করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয় । তারপর গত ৩ জুলাই সীমা হায়দারকে গ্রেফতার করে নয়ডা পুলিশ । গ্রেফতার হন শচীন ও তার বাবা নেত্রপালও । যদিও তাদের সকলকেই জামিনে মুক্তি দেয় আদালত । বর্তমানে চার সন্তানকে নিয়ে শচীনের বাড়িতেই রয়েছেন সীমা হায়দার । অবশ্য মন্দিরে ধর্মপরিবর্তন করে তিনি শচীনের সাথে বিয়েও করেছে । নিজের ও সন্তানদের নামও পরিবর্তন করেছেন ওই পাকিস্তানি মহিলা ।।