এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২৮ জুলাই : মহারাষ্ট্রে ২৬.৩৪ লক্ষ অযোগ্য সুবিধাভোগী সরকারি প্রকল্প “লাডকি-বেহন”-এর সুবিধা নিচ্ছে । মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের অডিটে এই তথ্য উঠে এসেছে। এই প্রকল্পের সুবিধাভোগীর মোট সংখ্যা ২.৪৭ কোটি যাদের মে মাস পর্যন্ত ৩৭১৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে, মহিলাদের পরিবর্তে পুরুষরা এই প্রকল্পের সুবিধা পেয়েছে।। এছাড়াও, পরিবারের তৃতীয় মহিলাও অর্থ পেয়েছে । ২১ বছরের কম বয়সী মহিলারাও যোগ্য হিসেবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে জানা গেছে।
এই প্রকল্পের আওতায়, ২১ থেকে ৬৫ বছর বয়সী দরিদ্র মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। যে মহিলাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম তারা মূলত প্রকল্পের সুবিধা পায়৷ কিন্তু জানা গেছে যে, এই প্রকল্পের অধীনে, ১৪২৯৮ জন পুরুষ অনলাইন নিবন্ধনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রায় ২১.৪৪ কোটি টাকা জমা করেছে । ২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।
কেলেঙ্কারি প্রকাশের পর, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন যে দরিদ্র মহিলাদের জন্য শুরু হওয়া লাডকি বেহান প্রকল্পে যারা ভুলভাবে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।।