এইদিন ওয়েবডেস্ক,হুগলী,১২ ফেব্রুয়ারী : একদিকে যখন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান করতে কোটি কোটি শ্রদ্ধালু ভিড় জমাচ্ছেন । পাশাপাশি অন্যদিকে এরাজ্যের হুগলীর ত্রিবেনীতে ‘বঙ্গীয় কুম্ভস্নান’-এর আয়োজন করা হয়েছে । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে এই পূণ্যস্নান । চলবে বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) পর্যন্ত ৷ আজ বুধবার ত্রিবেনীর ভাগিরথীর ঘাটে কয়েক হাজার শ্রদ্ধালু পূণ্যস্নান করেন । ছিলেন নাগাসহ বিভিন্ন সম্প্রদায়ের সাধুরাও । ‘বঙ্গীয় কুম্ভস্নান’-এর জন্য বাঁশবেড়িয়া পৌরসভা ও মগরা থানার পক্ষ থেকে শ্রদ্ধালুদের নিরাপত্তা ও বিভিন্ন সহযোগীতা করা হয় । দে
এইদিন ওয়েবডেস্ক,হুগলী,১২ ফেব্রুয়ারী : একদিকে যখন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান করতে কোটি কোটি শ্রদ্ধালু ভিড় জমাচ্ছেন । পাশাপাশি অন্যদিকে এরাজ্যের হুগলীর ত্রিবেনীতে ‘বঙ্গীয় কুম্ভস্নান’-এর আয়োজন করা হয়েছে । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে এই পূণ্যস্নান । চলবে বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) পর্যন্ত ৷ আজ বুধবার ত্রিবেনীর ভাগিরথীর ঘাটে কয়েক হাজার শ্রদ্ধালু পূণ্যস্নান করেন । ছিলেন নাগাসহ বিভিন্ন সম্প্রদায়ের সাধুরাও । ‘বঙ্গীয় কুম্ভস্নান’-এর জন্য বাঁশবেড়িয়া পৌরসভা ও মগরা থানার পক্ষ থেকে শ্রদ্ধালুদের নিরাপত্তা ও বিভিন্ন সহযোগীতা করা হয় । দেখুন ভিডিও 👇
প্রসঙ্গত,ত্রিবেনীতে ‘বঙ্গীয় কুম্ভস্নান’ এবারে চতুর্থ বর্ষে পড়ল । জনশ্রুতি আছে, প্রায় সাতশ বছর আগে হুগলির ত্রিবেনীতে গঙ্গা- যমুনা-সরস্বতীর সঙ্গমে কুম্ভমেলা বসত৷ গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেনী সঙ্গমে মিলিত হতেন মাঘি পূর্নিমায়। সেখানে একদিনের কুম্ভ হত, যাকে অনুকুম্ভ বলা হয়। ত্রিবেনীতে এই দিন বহু মানুষের সমাগম হয়।।