এইদিন ওয়েবডেস্ক,কিইভ,২৭ ফেব্রুয়ারী : তিন দিনের লড়াইয়ের পরেও রাশিয়ার লাগামহীন আক্রমণে পিছু হটছে ইউক্রেন । বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ । রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ান বোদে বলেছেন, বৃহস্পতিবার মোট ১০,৬২৪ ইউক্রেনীয় নাগরিক ছয়টি সীমান্ত চেকপয়েন্ট দিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছে । নুন্যতম এক লাখ ইউক্রেনীয় উদ্বাস্ত হয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ । তবে বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো প্রচুর সংখ্যক ইউক্রেনীয়কে যুদ্ধে অংশগ্রহণের জন্য ফের স্বদেশমুখী হতে দেখা গেছে । তাঁরা ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে একটি ক্রসিং স্টেশনে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন দেশে ফেরার জন্য ।
রাজধানী কিয়েভের প্রচুর মানুষ রাশিয়ান বাহিনীর আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নিচ্ছেন । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন শহরটি রাতারাতি রাশিয়ানদের হাতে চলে যেতে পারে । এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, রুশবাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণ ঘটিয়েছে । বিস্ফোরণের পর মাশরুম ক্লাউডের সৃষ্টি হয় । এটি পরিবেশগতভাবে ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন । সেই কারনে স্থানীয় বাসিন্দাদের বাড়ির জানালাগুলি স্যাঁতসেঁতে কাপড় বা গজ দিয়ে ঢেকে রাখার পাশাপাশি প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেওয়া হয়েছে ।
শনিবার জাতিসংঘ জানিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কমপক্ষে ২৪০ জন সাধারণ নাগরিক হতাহত হয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা শনিবার সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী ১০২ টি রাশিয়ান ট্যাঙ্ক, ১৪ টি যুদ্ধবিমান, ১১ টি হেলিকপ্টার,১৫ টি আর্টিলারি এবং ৫৩৬ টি সাঁজোয়া গাড়ি ধ্বংস করেছে । তিনি বলেন,’আমরা আমাদের বাড়ি রক্ষা করছি । আমরা আমাদের পরিবারকে রক্ষা করছি । আমরা গণতন্ত্রকে রক্ষা করছি । আমরা আমাদের সার্বভৌম হওয়ার পছন্দকে রক্ষা করছি । সেই সঙ্গে আমরা ইউরোপকেও রক্ষা করছি ।’এদিকে যুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত পরেই ব্যাপক ডিজিটাল হামলার শিকার হয় ইউক্রেন । সেই কারনে ডিজিটাল হামলা রুখতে একটি ‘আইটি সেনাবাহিনী’ তৈরি করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী মাইখাইলো ফেদোরভ । অন্যদিকে চেচনিয়ার রাশিয়ান জেনারেল ম্যাগোমেদ তুশায়েভ যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে ।। ছবি : সৌজন্যে ট্যুইটার ।