এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৫ ডিসেম্বর : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনে পাকিস্তানের কড়া জবাব দিয়েছে ভারত । ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন,ওসামা বিন লাদেনের আশ্রয়স্থল ছিল পাকিস্তান । সেই দেশই আবার ভারতের সংসদ ভবনে হামলা চালিয়েছিল । এই ধরনের দেশের জাতিসংঘের ইউএনএসসিতে কথা বলার উপযুক্ত নয়। প্রসঙ্গত,জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে । তার মধ্যে ৫ টি স্থায়ী সদস্য এবং ১৫ টি অস্থায়ী সদস্য । অস্থায়ী সদস্য রাষ্ট্র প্রতি ২ বছর পর নির্বাচিত হয়। প্রতি মাসে একটি সদস্য দেশ এই সংস্থাটির সভাপতিত্ব করে । ডিসেম্বর মাসে নেতৃত্ব দিচ্ছে ভারত । ভারতের পক্ষে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । মূলত দুটি বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে এবার । আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) ‘আন্তর্জাতিক কাউন্টার-টেরোরিজম অ্যাপ্রোচ প্রিন্সিপলস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনা হবে ।
বুধবারের বৈঠকে করোনা মহামারীর প্রভাব থেকে দেশগুলোর পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস ও সংঘাত নিয়ে আলোচনা হয়। তখন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো কাশ্মীর ইস্যু তুলে ধরেন । এর উত্তরে জয়শঙ্কর বলেন,’আমরা জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ প্রতিরোধের মতো অনেক বিষয়ে একটি ভাল সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি । এই কাউন্সিলগুলো অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের নিন্দা করবে । যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, যে দেশ প্রতিবেশী দেশের সংসদে সন্ত্রাসবাদী হামলা চালায়, সেই দেশ জাতিসংঘে প্রচার করার যোগ্য নয় ।’
তিনি আরও বলেন,’জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা তখনই বজায় থাকবে যদি এটি কোনও সমস্যার বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেয়, তা মহামারী, জলবায়ু পরিবর্তন, সংঘাত বা সন্ত্রাসবাদই হোক না কেন । আমরা স্পষ্টতই জরুরী বিষয় হিসাবে সদস্য রাষ্ট্রগুলির ইউনিয়ন সংস্কারের দিকে মনোনিবেশ করছি । স্বাভাবিকভাবেই আমাদের মতামত আছে ।’ জয়শঙ্কর বলেন, একটি ক্রমবর্ধমান ঐকমত্য রয়েছে যে বিষয়টিকে আর বিলম্বিত করা উচিত নয় ।
জাতিসংঘে সর্বোত্তম সমাধান খুঁজে বের করার সময়, আমরা হুমকি, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণকে মেনে নিতে পারি না। এটা অবশ্যই আন্তঃসীমান্ত রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের ক্ষেত্রে প্রযোজ্য ।’।