প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ এপ্রিল : যারা নির্বাচনে হেরে যাচ্ছে তারা বিভিন্ন নাটক করে নির্বাচন ভন্ডুল করে দিতে চাইছে । সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। এমনকি সাধারণ মানুষকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। বুধবার পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে রোড শোয়ে যোগ দিয়ে এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।একই সঙ্গে তিনি বলেন , ‘এবারের বিধানসভা নির্বাচন বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন । এই নির্বাচনে বিজেপি দু’শোর বেশী আশনে জিতে ক্ষমতার এসে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’ এদিকে দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন ,’ওদের বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে । ফের মমতা বন্দোপাধ্যায় মূখ্যমন্ত্রী হবেন বাংলার ’।
মন্তেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন রোড শো হয়। বাঘাসন থেকে শুরু হওয়া রোড শো প্রায় চার কিমি রাস্তা অতিক্রম করে শেষ হয় সেই রোড শোতে অংশ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরো বলেন,নির্বাচন জঙ্গলমহল থেকে শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল। তারপর থেকেই যারা বুঝে গেল নির্বাচনে হেরে যাচ্ছে তারাই বিভিন্ন নাটক করে নির্বাচন ভন্ডুল করে দিতে চাইছে। নির্বাচন ভন্ডুল করে দেয়ার জন্য সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে।এমনকি সাধারণ মানুষকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে তার বিরোধিতা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের নাম মুখে না এনে দিলীপ ঘোষ বলেন, ‘যে পার্টির মধ্যে গণতন্ত্র নেই তারা বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে না। তারা বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতেও পারবে না। গত ৪৫ বছর ধরে বাংলার মানুষ গণতন্ত্রের স্বাদ পায়নি। সেই কারণে এবারের বাংলার বিধানসভা নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনে প্রতিপন্ন হয়েছে। এতদিন এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি।বিরোধীদের ভোটে লড়তে দেওয়া হয়না ,প্রচার করতে ও দেয়া হয় না। মেরে গাড়ি ভেঙে দেয়া হয়। দুষ্কৃতীদের দিয়ে ইভিএম মেশিন লুট করিয়ে পুলিশের বন্দুক লুট করার জন্য তাদের উত্তেজিত করা হয়।’
দিলীপ ঘোষ তার অভিযোগে আরো বলেন, ‘এই রাজ্যে মিনিসিপাল ও কর্পোরেশন নির্বাচন দু’বছর ধরে বন্ধ রয়েছে। তাই আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক। ফিরে আসুক বাংলার মানুষের রাজনৈতিক অধিকার।’ বাংলায় বিজেপি ক্ষমতায় এসে কি কি উন্নয়ন কাজ করবে তার একগুচ্ছ ফিরিস্তি এদিন রোড শো থেকে জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন দিলীপ ঘোষ ।
তিনি বলেন, ‘বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে মেয়েদের সব দায়িত্ব তাঁদের সরকার নেবে।মেয়েদের এডুকেশন ফ্রী করে দেওয়া হবে। কোনও পরিবারের মেয়ের বয়স ১৮ বছর হলে তার নামে দু’লক্ষ টাকা ’ফিক্স ডিপোজিট’ করে দেবে বিজেপি সরকার । ৩৩ শতাংশ চাকরি মেয়েদের জন্য সুরক্ষিত করা হবে। ফ্রী করে দেয়া হবে মেয়েদের ট্রেনে বাসে যাত্রা । দিলীপ ঘোষ রোড থেকে আরও দাবি করেন, পশ্চিমবাংলায় মেয়েরা সব থেকে বেশি অসুরক্ষিত।দিলীপ ঘোষ বলেন,কেন্দ্রের বিজেপি সরকার পার্লামেন্ট আইন পাস করেছে কোন মহিলাকে ধর্ষণের ঘটনায় যে দোষী সাব্যস্ত হবে তার ’ফাঁসির’ সাজা হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকার তিন তালাক সরিয়ে দিয়েছে। বিধবাদের ভাতা দেওয়ার পাশাপাশি মহিলা সেলফোন গ্রুপকে বিজেপি সরকার ক্ষমতায় এসে লোন দেবে। এছাড়াও যুবকদেরও ট্রেনিং করিয়ে ব্যবসার জন্য লোন দেবে। শুধু তাই নয়, চাষী, শ্রমিক,জেলেদেরও বৃদ্ধ ভাতা দেওয়া হবে । দিলীপ ঘোষ এদিন ঘোষণা করেন,বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবন এলাকার জন্য আলাদা প্যাকেজ তৈরি হবে । দিলীপ ঘোষ দাবি করেন দু’শোর বেশি আসনে জিতে ক্ষমতায় এসে বিজেপি সোনার বাংলা গড়বে ।।