এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে ভাগীরথী নদীতে রয়েছে মোট ৬টি স্নানঘাট। মূলত ওই ৬টি স্নানঘাটে স্নান করেন পূণার্থীরা । পূর্ব ও পশ্চিম বর্ধমান,বাঁকুড়া ও হুগলি জেলার একাংশের হাজার হাজার পূণার্থী বিভিন্ন ধর্মীয় উৎসবে আসেন পূণ্যস্নান করতে ৷ কিন্তু শুধুমাত্র চলতি বছরে পূণ্যস্নান করতে এসে ১১ জন প্রাণ হারিয়েছেন । তাঁদের মধ্যে ৭ জনই স্কুল অথবা কলেজ পড়ুয়া। স্বভাবতই পূণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে কাটোয়ার শাসকদল ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল । সর্বশেষ মঙ্গলবার ছটপুজোর পুন্যস্নানে এসে শিবম সাউ ও সুজন সাউ নামে দুই তরুণ তলিয়ে প্রাণ হারালে তোলপাড় পড়ে যায় জেলা জুড়ে । ফলে রাজ্যে বিধানসভার ভোটের মুখেই চরম অস্বস্তিতে পড়ে যায় শাসকদল ।
অবশেষে টনক নড়ল কাটোয়া প্রশাসন ও শাসকদলের । আজ বৃহস্পতিবার ভাগীরথী নদীঘাটের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসল পুলিশ, প্রশাসন, পুরসভা এবং সেচ দফতরের প্রতিনিধিরা । বৈঠক শেষে ওই প্রতিনিধিদলটি স্নানঘাটগুলি পরিদর্শন করেন । পরিদর্শনের পর স্নানঘাটগুলির নিরাপত্তার জন্য সেচ দফতরের কাছে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেচ দফতর থেকে তা ডিপিআর আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
কাটোয়া শহরে ভাগীরথী নদীতে ৬টি স্নানঘাট রয়েছে, তার মধ্যে দেবরাজঘাট ও মড়িঘাটে সারা বছর পূণ্যার্থীদের ভিড় থাকে বেশি । কাটোয়া শহরের ন্যাশনালপাড়ার বাসিন্দা শিবম সাউ ও শিবমের খুড়তুতো ভাই সুজন সাউ নামে যে দুই তরুনের গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল,সেটি দেবরাজঘাটেই ঘটে । এই ঘাটেই স্নান করতে গিয়ে চলতি বছরে এনিয়ে মোট ৫ জনকে প্রাণ হারাতে হয়েছে৷ স্থানীয় দুই তরতাজা প্রাণ চলে যাওয়ার পরেই কাটোয়া থানার পুলিশ ঘাটটিকে বিপজ্জনক ঘোষণা করে স্নান নিয়ে কড়াকড়ি করতে উদ্যোগী হয় । ঘাটে সাইনবোর্ড লাগিয়ে পুলিশ জানায় যে ঘাটের ঠিক সামনেই রয়েছে “বিপজ্জনক গভীর খাদ”৷ কিন্তু দুই তরতাজা যুবকের প্রাণহানির পর কাটোয়া পুলিশের এই তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, আগেই যদি ঘাটটিতে স্নান নিষিদ্ধ করা হত তাহলে ওই দুই তরুনের বেঘোরে প্রাণ যেত না ।
জানা গেছে,আজকের প্রশাসনিক বৈঠকে কাটোয়ায় ভাগিরথীর স্নানঘাটগুলিতে স্নান করার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে ধার বরাবর খুঁটি পুঁতে চেন দিয়ে ঘিরে দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে । এছাড়া ঘাটের ভেঙে যাওয়া অংশ বোল্ডার ও ঢালাই দিয়ে মেরামত করার জন্যও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে ।।

