প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ নভেম্বর : তৃণমূলের চারজন এমলএ- কে জেলে ভরার পাল্টা বিরোধীদের আট জনকে জেলে ভরার হুমকি দিয়ে রেখেছেন তৃণমূলের সুপ্রিমো।নেত্রীর সুরেই সুর মিলিয়ে শুক্রবার ’বদলার’ রাজনীতির হুংকার ছাড়লেন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
এদিন পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা বাজারে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে মানগোবিন্দ অধিকারী
সিপিএমের ইনসাফ যাত্রা নিয়ে বিদ্বেশ উগরে দিয়ে বলেন,’এবার আর বদল নয়, বদলা চাইবো।
আমাদের নেত্রী বলে দিয়েছেন,ওরা আমাদের চারজনকে ঢুকিয়েছে,আমরা আটজনকে ঢোকাবো।’ মনগোবিন্দর এই বক্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।
সিপিএমের ’ইনসাফ’ যাত্রার পাল্টা হিসাবে এদিন সন্ধ্যা নাগাদ তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে ভাতারের বলগোনা বাজার থেকে ভাতার বাজার পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়।পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে মানগোবিন্দ অধিকারী সিপিএমের ’ইনসাফ যাত্রা’
কর্মসূচি নিয়ে সুর চড়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,’এবার ইনসাফতো আমরা চাইবো।আমাদের নেত্রী সেদিন বলে দিয়েছেন,আমাদের চারজনকে ঢুকিয়েছে, আমরা আটজনকে ঢোকাবো, বদলা চাইবো’।
তৃণমূল কংগ্রেস বিধায়কের বক্তব্য শুনুন 👇
বিরোধী বিশেষত সিপিএমকে নিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বরারই কড়া ভাষায় বক্তব্য রাখেন। তা নিয়ে তাঁর দলকেও বিড়ম্বনায় পড়তে হয় ।তবুও বেলাগাম মানগোবিন্দ। তিনি চলেন ও বলেন নিজের মত করে।বাম আমলের একধীক ঘটনা প্রসঙ্গ সামনে এনে মানগোবিন্দ অধিকারী এদিন সিপিএমকে কার্যত তুলোধনা করেন।তিনি বলেন, ’২০১০ সালের ১০ জানুয়ারী বনপাস স্কুলে বোম মেরে তোতন মল্লিককে মারা হয়েছিল ।সেখানে পুলিশের রিপোর্ট কি, আপনারা জানেন না।পুলিশের রিপোর্ট তোতন মল্লিক নাকি নিজের বোমে নিজে মরেছে। আমাকে ২০১১সালের ৩০ জানুয়ারী ভাতার স্কুল ইলেকশনের দিন ভাতারের তেঁতুলতলায় গুলি করা হয়েছিল। পুলিশ গুলিটা ’সিজ’ করেছিল। যে পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিলাম, গুলিটা কি ’সিজ’ দেখানো হয়েছে?উত্তরে ওই পুলিশ অফিসার বলেছিলেন,“বড় সাহেবের নির্দেশে ওটা দেখানো হয় নি“। এ সবের পরেও ওরা কি ইনসাফ চাইবে।ইনসাফ তো আমরা চাইবো।’
তৃণমূল বিধায়কের এদিনের বক্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক বলেন,’বদলা তো ওরা (তৃণমূল)নিয়েছে।আমাদের সহকর্মী প্রদীপ তা ও কমল গায়েনকে নিঃসঙ্গ ভাবে খুন করে।কোটি কোটি টাকা জরিমানা করা হয় আমাদের পার্টি কর্মীদের। আসলে রাজ্যে এখন একটা ’স্বৈরাচারী’ সরকার চলছে।’।