প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ অক্টোবর : বছর ঘুরলেই এই রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন । তার প্রাক্কালে সাংসদ ও বিধায়কদের নিয়ে ’নিখোঁজ পোস্টার’ ঘিরে সরগরম রাজনীতির ময়দান ।তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের পর এবার নিখোঁজ পোস্টার পড়লো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার নামে। সোমবার বর্ধমানের ’অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল’ চত্ত্বরের বেশ কয়েক জায়গায় দেখা যায় সেখানে সুরিন্দর সিং অহলুবালিয়ার ছবি দিয় নিখোঁজ পোস্টার লাগানো রয়েছে । পোস্টারের উপরিভাগে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সন্ধান চাই। এমন পোস্টার কাণ্ড শোরগোল ফেলে দিয়েছে পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে । বিজেপি নেতৃত্ব যদিও দাবি করেছেন , সবটাই তৃণমূলের কীর্তি ।
অনাময় হাসপাতাল চত্ত্বরের দেওয়ালে সাঁটানো থাকা পোস্টারে লেখা রয়েছে,’বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অহলুবালিয়া নিখোঁজ। কোনও সহৃদয় ব্যক্তি যদি ওনাকে দেখতে পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনগণ অপেক্ষায় রইল ।’ তবে কারা এই পোস্টার দিয়েছে, তার কোন উল্লেখ তাতে নাই।স্থানীয়দের একাংশের দাবী ২০১৯ লোকসভা ভোটের সময় তারা বিজেপি প্রার্থী হিসাবে সুরিন্দর সিং অহলুবালিয়াকে দেখতে পেয়েছিলেন ।তারপর থেকে আর তাকে দেখা যায় নি।যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি নেতা সুধীররঞ্জন কুমার সাউ এই বিষয়ে বলেন, এই পোস্টার লাগানোটা তৃণমূলের লোক জনেরই কীর্তি ।এইসব করই পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করতে চাইছে তৃণমূল । সাংসদ অহলুবালিয়াজী নিরন্তর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছেন। তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যে প্রনোদিত ভাবে এই পোস্টার লাগিয়েছে। জেলা বিজেপির সহ সভাপতি সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন’,“ বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ কোথায় ? বহুকালতো তাঁর সন্ধান না পেয়ে হতাশ হয়ে আছেন বর্ধমান পূর্ব সাংসদ এলাকার মানুষজন। তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলও নিখোঁজ বলেই তা হলে ধরে নিতে হবে ।’
পাল্টা উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন,“তৃণমূল কংগ্রেস এসব কাজ করে না। সাংসদকে করোনার সময় বা বন্যার সময় সাধারণ মানুষ পাশে পাননি আনন্দ উৎসবও তাঁকে দেখা যায় না। তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য লোকসভাতেও কিছু বলেননি। সাধারণ মানুষ অনেক আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছিলেন। এখন তাঁরা আশাহত। সে কারণে এলাকার বাসিন্দারা এই পোস্টার দিয়ে থাকতে পারে ।’।