এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ আগস্ট : রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী,মৃত ভোটার সহ বহু ভুতুড়ে ভোটার ঢুকে আছে ভোটার লিস্টে৷ সেই সমস্ত নাম বাদ দিতে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু করা হয়েছে । আর তার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি,লালু প্রসাদের জেডিইউ সহ গোটা ইন্ডি জোট । আজ সোমবার দিল্লিতে গান্ধী মূর্তির নিচে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে জড়ো হয়েছিল ইন্ডি জোটের সদস্যরা ।
পরে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি ব্লকের সাংসদরা সংসদ ভবন থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করছিলেন। এই সময়, পুলিশ কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনার (উদ্ধব) সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ সহ ইন্ডি ব্লকের বেশ কয়েকজন সাংসদকে আটক করে।কংগ্রেসের রাহুল গান্ধীর কথায়,’এটি সংবিধান রক্ষার লড়াই… আমাদের একটি পরিষ্কার ভোটার তালিকা দরকার ।’ কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা বক্তব্য,’রাহুল গান্ধীকে কারাগারে ঢুকিয়ে বিরোধীদের থামাতে পারবে না ।’
যদিও দিল্লির ডিসিপি দেবেশ কুমার মাহলা বলেন, ‘নির্বাচন কমিশন মাত্র ৩০ জন সাংসদকে অনুমতি দিয়েছিল। কিন্তু, যেহেতু সংখ্যাটা বেশি ছিল, তাই আমরা তাদের আটক করেছি। আমরা তাদের জানিয়েছি যে ৩০ জন সাংসদকে নির্বাচন কমিশনের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে।’
ইন্ডি জোটের কথায়, ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং ভোট চুরির বিরুদ্ধে আওয়াজ তোলার লক্ষ্যে এই বিক্ষোভ। কিন্তু ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ শরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে তারা একটা নামও ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না । এমনকি ভোটার লিস্টে কারচুপির অপরাধে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ইআরও-সহ যে চার আধিকারিককে সাসপেন্ড ও এফআইআর দায়ের করা নিয়ে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন তাদের সাসপেন্ড করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি । ফলে রাহুল গান্ধীদের কথিত আন্দোলন নিয়ে সন্দেহ দানা বাঁধছে৷
প্রসঙ্গত,বিহারে বিশেষ নিবিড় সংশোধনে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভুতুড়ে ভোটারের নাম বাদ গেছে । তাদের মধ্যে রয়েছে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মৃত ভোটার । যে ভোটগুলি মূলত ইন্ডি জোটের পক্ষে পক্ষে পড়ে । ফলে বিহারে বিধানসভার ঠিক মুখেই বিপুল সংখ্যক ভুতুড়ে ভোটার বাদ চলে যাওয়ায় প্রমাদ গুনছে ইন্ডি জোট । তাদের দাবি যে বিহারের লক্ষ লক্ষ ভোটারকে এস আই আর -এর আড়ালে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি । তবে রাহুল গান্ধী এই মিথ্যা অভিযোগ তুললেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নোটিশের কোনো জবাব দিতে পারেননি । আজ কংগ্রেস, সমাজবাদী পার্টি, টিএমসি, ডিএমকে, আপ, বাম দল, আরজেডি, এনসিপি (এসপি), শিবসেনা (ইউবিটি) এবং ন্যাশনাল কনফারেন্স সহ বেশ কয়েকটি দল ইন্ডি ব্লকের ব্যানারে এই বিক্ষোভ করছে।।