এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৩ সেপ্টেম্বর : রাজ্যের সরকারি হাসপাতালে নারী নির্যাতনের ঘটনা অব্যাহত ৷ এবারে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আমতলা গ্রামীন হাসপাতালের এক ঝাড়ুদারের বিরুদ্ধে মাঝবয়সী অসুস্থ মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷শারিরীক অসুস্থতার কারনে রবিবার বিকেলে নওদা থানার মধুপুর এলাকার ওই মহিলা আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য গেলে রক্তচাপ মাপার নাম করে ওই গ্রুপ–ডি কর্মী ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
জানা গেছে,রবিবার বিকেলে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য আমতলা গ্রামীন হাসপাতালে আসেন ওই মহিলা । হাসপাতালের গ্রুপ–ডি এর এক কর্মী তথা ঝাড়ুদার ওই মহিলাকে রক্তচাপ মাপার নাম করে ঘরের ভেতরে নিয়ে যায়। ঘরে যেতেই ঝাড়ুদার তাকে ধর্ষণের উদ্দেশ্যে মহিলার সঙ্গে অশালীন আচরণ শুরু করে বলে অভিযোগ । আতঙ্কিত মহিলা চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন । পরিবারের সদস্যরা জিজ্ঞেস করলে তিনি ঘটনার কথা খুলে বলেন । এদিকে ততক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ফোনে খবর পেয়ে হাসপাতালে চলে আসে নওদা থানার পুলিশ৷ পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত জনতা পুলিশ ভ্যানের পিছু ধাওয়া করে । যদিও পুলিশ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হলে কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা এড়ানো সম্ভব হয়৷
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে । সোমবার তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ । বিচারক ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।।