এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,১৪ নভেম্বর : গত ৭ অক্টোবর ইসরায়েলে নাশকতা চালিয়ে ১,৪০০ জনকে নির্মমভাবে হত্যা করেছিল ইরান সমর্থিত ফিলিস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস ৷ পালটা হামাসকে নির্মুল করার অভিযান শুরু করেছে ইসরায়েল । ইসরায়েলের ভয়ঙ্কর হামলায় এখন কোনঠাসা মধ্যপ্রাচ্যের ওই সন্ত্রাসবাদী সংগঠনটি । এতে বেজায় চটেছে মধ্যপ্রাচ্যের ইসলামি রাষ্ট্রগুলি । ইসরায়েলকে যেকোনো ভাবে আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান, কুয়েত, তুরস্কের মত কট্টর ইসলামি মৌলবাদী দেশগুলি । গত শনিবার (১১ নভেম্বর ২০২৩) রিয়াদে একটি বড় সম্মেলনেরও আয়োজন করেছিল অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের ৫৭ টি দেশ । সেই সম্মেলনে ইসরায়েলকে ‘বিচ্ছিন্ন’ করার প্রস্তাব তোলা হয়েছিল । ওই সম্মেলনে ইসলামিক দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শেষ করা,ইসরায়েলি বিমান আরবের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া এবং তেল সরবরাহ বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছিল । কিন্তু সেই প্রস্তাবে কার্যত জল ঢেলে দিল সৌদি আরব ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ওই সম্মেলনে প্রস্তাব পেশ করা হয় যে ইসলামিক কো-অপারেশনের ৫৭ টি দেশ থেকে ইসরায়েল যে সামরিক-অর্থনৈতিক সহায়তা পাচ্ছে তা বন্ধ করে ইসরায়েলকে বিচ্ছিন্ন করবে। অনেক দেশ এতে সম্মতও হয় । কিন্তু সৌদি আরব এই প্রস্তাব থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় । সৌদি আরব পরোক্ষভাবে বুঝিয়ে দেয় যে তারা কোনো ভায়াবেই ইসরায়েলের সঙ্গে ভাঙবে না ।
প্রতিবেদন অনুযায়ী,সৌদি আরবের দেখাদেখি সংযুক্ত আরব আমিরাত,জর্ডান, মিশর, বাহরাইন, সুদান, মরক্কো, মরিশাস এবং জিবুতি এই ৭ টি মুসলিম দেশও প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় । যেকারণে বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস করা যায়নি । সম্মেলনের শুরুতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধবিরতির কথা বলেন। সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানান ইরানের প্রেসিডেন্ট। কিন্তু বলা হচ্ছে যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক বিরোধের কারনে তদের ভিশন ২০৩০ কোনো ভাবেই ব্যহত হোক চাননি ৷
তবে সম্মেলনে যোগদানকারী দুই প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে আলজেরিয়া ইসরায়েলের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার দাবিতে একটি প্রস্তাব পেশ করেছে । তবে অন্যান্য আরব দেশগুলি এই দাবির বিরোধিতা করেছিল কারণ তারা মনে করেছিল যে চলমান সঙ্কটের মধ্যে তেল আবিবের সাথে যোগাযোগের লাইন খোলা থাকা অত্যন্য গুরুত্বপূর্ণ ।।