এইদিন স্পোর্টস নিউজ,১৬ জানুয়ারী : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার দাবি করেছে বাংলাদেশ । যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভারতেই খেলতে হবে । এদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ । এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন খেলোয়াড় মনোজ তিওয়ারি মনে করছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো ম্যাচ খেলাই উচিত নয় ।
মনোজ তিওয়ারি বলেন, মানবিক উদ্বেগের ক্ষেত্রে বাংলাদেশের সাথে ক্রীড়া সম্পর্ক অব্যাহত রাখা উচিত নয়।এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে তিওয়ারি বলেন যে অতীতের ঘটনাবলীর উল্লেখ করে তার অবস্থান পরিবর্তন হয়নি।তিনি বলেন, “যখন পহেলগাম সন্ত্রাসী হামলা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয়। সরকার অনুমতি দিলেও, আমার মতামত ছিল যে এই ধরনের ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত নয়। আমার মতামত একই রয়ে গেছে ।”
এই বিষয়টি ক্রিকেট বা খেলাধুলার বাইরেও বিস্তৃত। তিনি বলেন, যদি কোনও দেশে, তা সে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা অন্য কোথাও, কোনও ভারতীয়কে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ভারতের সেই দেশের সাথে ক্রীড়া সম্পর্ক অব্যাহত রাখা উচিত নয় । মনোজ তিওয়ারি বলেন, “খেলাধুলাকে এত গুরুতর বিষয়ের সাথে মেশানো উচিত নয় কিন্তু এই ধরনের ম্যাচ এখনও চলছে কারণ অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার অনুমতি ছিল। তবে আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। ভারতের বাংলাদেশের সাথে খেলা উচিত নয়।”

