এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৬ আগস্ট : বিনা অপরাধে জেলবন্দি সন্নাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে স্লোগান দেওয়ার অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ । আজ শনিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ওসি আবদুল করিম । অন্যদিকে ঢাকায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শোভাযাত্রা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে “চিন্ময় প্রভুর মুক্তি চাই” লেখা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। চট্টগ্রামের শোভযাত্রাটি দুপুরে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। অন্যদিকে ঢাকায় ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রা বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত গিয়েছিল।
প্রসঙ্গত,গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্ত্রাসী ফিরোজ খান কোতোয়ালি থানায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জন হিন্দু যুবকের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মিথ্যা অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে । এদিকে এই সুযোগের অপেক্ষায় ছিল মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস । জেল থেকে ফাঁসির সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসীদের ছেড়ে দিলেও ইউনূস এক্ষেত্রে পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দেরি করেনি । তার নির্দেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জন হিন্দু যুবকেই জেলে পাঠানো হয় । পরে বাকিরা জামিন পেলেও সন্নাসীর জামিন মঞ্জুর করেনি আদালত ৷ পরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামিন দিলেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার মিথ্যা অভিযোগে তাকে ফের জেলে পাঠানো হয় । যদিও সাইফুল ইসলামকে হিন্দু মনে করে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছিল বিএনপির সন্ত্রাসীরাই । তাদের সেই অপরাধের সাজা ভোগ করছেন ওই সন্নাসী । আসলে,চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদের প্রধান মুখ ছিলেন । ৯ দফা দাবিতে তিনি আন্দোলন শুরু করেছিলেন ৷ তার নেতৃত্বে হিন্দুরা জাতপাত ভুলে একত্রিত হচ্ছিল । আর সেই আন্দোলনকে ধ্বংস করতে সন্নাসীকে মিথ্যা অভিযোগে জেলে ভরে রাখার ষড়যন্ত্র করে মহম্মদ ইউনূস ।
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরে দাবি তুলছে হিন্দুরা। কারন ইসকনের ওই সন্ন্যাসী হিন্দুদের কাছে কার্যত আবেগে পরিনত হয়ে গেছেন ৷ প্রায়ই হিন্দুরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব হন । আজ জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালীন চচট্টগ্রাম ও ঢাকায় কয়েকজন যুবক চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হাতে প্লাকার্ড নিয়েছিলেন। পাশাপাশি তারা শ্লোগানও দেন । তাই ভবিষ্যতে যাতে আর কোন হিন্দু সম্প্রদায়ের কেউ সন্ন্যাসীর মুক্তির দাবি জানাতে না পারে সেই হুমকি দিতেই ইউনূসের পুলিশ ১৩ জন যুবককে গ্রেফতার করেছে বলে মনে করা হচ্ছে ।।
Thirteen youths arrested for raising slogans demanding the release of innocently imprisoned monk Chinmoy Krishna Prabhu