এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০৬ নভেম্বর : নেপালের কাঠমান্ডু-জাজারকোটকে কেন্দ্র করে আজ সোমবার বিকেলে ফের ভূমিকম্প হয়েছে । এদিন বিকেল ৪টা ৩১ মিনিট নাগাদ জাজারকোটে ফের শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোটের রামিডান্ডায় । ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮ । তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ।
ভূমিকম্পের জেরে রামিডান্ডার বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় এসে জড়ো হয় ।
এদিকে এদিনের নেপালের ভূমিকম্পের ধাক্কা পড়েছে দিল্লি,বিহার ও উত্তরপ্রদেশেও । বিহারের রাজধানী পাটনায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় । বিগত ৭২ ঘন্টার মধ্যে এনিয়ে দ্বিতীয়বার পাটনায় ভূমিকম্প হল। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
প্রসঙ্গত,বিহারের মোট ৩৮ টি জেলার মধ্যে ৮ টি জেলা ভূমিকম্পের জন্য সংবেদনশীল। তার মধ্যে নেপালের সাথে যুক্ত হওয়ার কারণে আরারিয়া, মধুবনি, রাক্সৌল, সীতামারহি এবং কিষাণগঞ্জে ভূমিকম্প বেশি হয়। এগুলো অত্যন্ত সংবেদনশীল এলাকা বলে চিহ্নিত । এর আগে গত শুক্রবার রাতে নেপালের কর্নালি প্রদেশের জাজারকোট এবং পশ্চিম রুকুম ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে । ঘরবাড়ি ধ্বসে কমপক্ষে ১৫৭ জন মারা যায় । শত শত আহত হয়েছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে । ভূমিকম্পের কারণে নেপালের রুকুম পশ্চিমে ১৬ হাজার ৫৭০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় । ওইদিন নেপালের ভূমিকম্পের প্রভাব পড়ে বিহারের জেলাগুলিতেও ।।