এইদিন বিনোদন ডেস্ক,১৬ জানুয়ারী : বাড়িতে চুরি করতে গিয়ে বাধা পেয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে কুপিয়ে পালিয়ে গেল চোর ৷ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা । পুলিশ জানায়, বাড়িতে চুরি করতে আসা এক আততায়ী বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরি দিয়ে কয়েকবার কুপিয়ে করে পালিয়ে যায়।
মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় তার বাড়িতে আজ বৃহস্পতিবার ভোর রাত সকাল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর আহত সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচার করা হয়েছে।
বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে চোর পালিয়ে যায়। পুলিশ বলেছে যে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। সাইফ আলি খান হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
আক্রান্ত হওয়া সাইফ আলি খানকে ভোর সাড়ে তিনটায় হাসপাতালে আনা হয়। সাইফের শরীরের দুই দিকে গভীর আঘাত লেগেছে । মেরুদণ্ডসহ ছয়টি অংশে আঘাত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । লীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমানি জানান, বর্তমানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করছেন।
ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোরকে চিহ্নিত করার চেষ্টা করেছে।।