• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“এরা লোডশেডিং করে ছাপ্পা দিতে পারে, ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না” : দলীয় কর্মীদের সতর্ক করলেন শুভেন্দু

Eidin by Eidin
May 30, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
“এরা লোডশেডিং করে ছাপ্পা দিতে পারে, ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না” : দলীয় কর্মীদের সতর্ক করলেন শুভেন্দু
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বসিরহাট(উত্তর ২৪ পরগণা),৩০ মে : তৃণমূল লোডশেডিং করে বুথে ওয়েব কাস্টিং ক্যামেরা অফ করে ছাপ্পা ভোট দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাটের বিএএএ ময়দানে দলীয় প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বিজয় সংকল্প সভা করেন শুভেন্দু । ভিড়ে ঠাসা সভায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’ষষ্ঠ দফার ভোটে ৬৭৬ টা ক্যামেরা অফ ছিল । আমরা সেটা ১০০-এর নিচে নামিয়ে দিয়েছিলাম । এরা ছাপ্পা মারার জন্য কারেন্টও অফ করে দিতে পারে । আপনারা ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না ।’ তিনি বলেন,’কোনো রাজ্যে ওয়েব কাস্টিং ক্যামেরার ব্যবস্থা করেনি । এই চোর মমতার রাজ্যে ইলেকশন কমিশন ওয়েব কাস্টিং ক্যামেরার ব্যবস্থা করেছে । কারন তারা জানে যে এখানে কিভাবে তৃণমূল মৃত ভোট, অনুপস্থিত ভোট ছাপ্পা মারে । ১৮০০-১৯০০ বুথে সবটাই ইসিআই নজরদারি করবে হতে পারে না ।  এই কাজে আমাদেরও নজরদারি করতে হবে ।’ তিনি বলেন,’পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠনকারীদের ছাড়া যাবে না । এই লড়াই গণতন্ত্রের এস্পার ওস্পারের লড়াই । আজ রাত্রে জাগবো, কাল রাত্রেও জাগবো, শুধুই ইভিএম স্টংরুমে পৌঁছে দেন বাকি দায়িত্ব আমাদের৷’  

প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের ভূমিকা বারবার প্রশ্নচিহ্নের মুখে উঠেছে । বিশেষ করে উত্তর ২৪পরগনা জেলার এসপি মেহেদী হাসানের ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি । আজও মেহেদী হাসানের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’ এখানে একটা এসপি ছিল আমিরুল, যাকে চাবি তালা লাগিয়ে দিয়েছে । আর একটা এসপি আছে মেহেদী হাসান, এ বেটা কালকে বসন্ত রায় না বসন্ত দাস বলে একজন এসআই-কে পাঠিয়ে দুটো ছেলেকে গ্রেফতার করিয়েছে । প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিষয়টি আদালতে তুলবেন বলে এখানে এসেছেন ।এরপর উপস্থিত মহিলা কর্মীসমর্থকদের উদ্দেশে তিনি বলেন,’আজ রাতে গ্রামে যদি মমতার পুলিশের কেউ ঢোকে শাঁখ বাজাতে পারবেন তো ?’ সেই সময় উপস্থিত তাদের মধ্য থেকে কোন মহিলা শাঁখ বাজি উঠেন৷ শুভেন্দু অধিকারী তার প্রশংসা করে বলেন,’এইতো, জয় জয় শ্রীরাম ।’ পাশাপাশি দলের যুব মোর্চার সদস্যদের তিনি বলেন, ‘আপনারা হুইসেল বাজাতে পারবেন তো ?’ সেই সময় এক যুবক  হুইসেল বাজালে শুভেন্দু প্রশংসা করে বলেন,’বাঃ, এইতো । থ্যাঙ্ক ইউ । একদম প্রস্তুত । প্রস্তুত সবাই ।’ তিনি  ‘ভারত মাতা কি জয়’ এবং  ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান তোলেন । সেই সাথে তিনি সকলকে সতর্ক করে বলেন,’আপনাদের আজকের রাতটা কোনরকমে কাটাতে হবে। কালকেও সতর্ক থাকতে হবে । আমি জেগে আছি, নো প্রবলেম ।’

কিভাবে ভোট করাতে হবে এবং কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়েও দলীয় কর্মীদের পরামর্শ দেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’প্রতিটি সিঙ্গেল বুথে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারা মিলিটারি জওয়ান- সিআরপিএফ অথবা বিএসএফ অথবা সিআইএসএফ অথবা আইটিবিপি  থাকবে । হিঙ্গলগঞ্জ,সন্দেশখালির এবং সুন্দরবন প্রভৃতি  দ্বীপ এলাকার ডবল বুথে ৮ জন করে প্যারামিলিটারি থাকবে । আর অন্য জায়গায় ট্রিপল বুথে ৮ জন করে প্যারামিলিটারি থাকবে। ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং ক্যামেরা থাকবে । আপনাদের শুধু দায়িত্ব নিতে হবে যে ক্যামেরা চালু আছে কিনা দেখা । লক্ষ্য রাখবেন তো? যদি ক্যামেরা না চলে নিজে যদি লড়তে না পারেন তাহলে আমাদেরকে কাছে খবর টা দেবেন তো ?’ তিনি দলের মন্ডল সভাপতিদের নির্দেশ দেন সমস্ত পোলিং এজেন্টদের তার নাম্বার দেওয়ার জন্য । তিনি বলেন, ‘পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম, পোলিং স্টেশন নম্বর,যে পাঠাচ্ছেন তার নাম আর নম্বর  হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠিয়ে দেবেন । আপনারা যে মেসেজ পাঠাবেন তার নাম আর নম্বরটা হিন্দি অথবা ইংরেজিতে লিখে পাঠালে ভালো হয় । প্যারা মিলিটারির বসিরহাটের দায়িত্ব থাকছেন সিআরপিএফ এর ডি আইজি (অপারেশন) নিজে । 

২৩৭ টা ক্যুইক রেসপন্স টিম(কিউআরডি)র ব্যবস্থা হয়েছে । কিউআরডি টিম আপনাদের সঙ্গে থাকবে । এক একটা কিউআরডি টিম লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টরা । তাদের সঙ্গে ৯ জন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকবে । আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত কিউআরডি টিম সক্রিয় থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে । পরের দিন সকাল ৬টা থেকে মেশিন স্ট্রংরুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত  এই কিউআরডি টিম আপনাদের সঙ্গে থাকবে । স্ট্রিংরুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারা মিলেটারি ফোর্স ।’ তিনি বলেন,’পোলিং এজেন্টরা যদি মনে করেন বুথে এন্ট্রি নিতে পারছেন না বাধা দিয়েছে, বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না, তাহলে আমাদেরকে জানাবেন । প্যারা মিলিটারির জওয়ানরা  আপনাদের সেক্টার অফিস থেকে পৌঁছে দেবে ।’  

শুভেন্দুর অভিযোগ,’এখানকার সব সেক্টর অফিসে বাদল মিত্র এসডিও সঙ্গে বসে সব কর্মীর লিস্ট করেছে । আমি আপনাদের বলে গেলাম, নির্বাচন কমিশনের গাইডলাইন যদি ভাঙেন তাহলে আপনাদের অবস্থা শেখ শাহজাহানের থেকেও খারাপ হবে । ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে, মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপা ভোট হচ্ছে ।’  শুভেন্দু অধিকারী পরামর্শ দেন সকাল সাড়ে দশটার মধ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভোট দেওয়াতে হবে । কোন ঝুঁকি নেয়া যাবে না । তিনি আগে থেকে পোলিং এজেন্টদের তালিকা প্রকাশ করতে নিষেধ করেন । শুভেন্দু বলেন,’বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টদের তালিকা যেন কেউ জানতে না পারে । দুটো জিনিস আছে, একটা আই প্যাকের চোরগুলো টাকা অফার করতে পারে,আমরা ছয় দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি । আর পোলিং এজেন্ডরা একসঙ্গে কোথায় আছেন জানতে পারলে এই মেহেদী হাসান একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন । তারপর আপনাদের থানায় ডেকে এনে সন্ধে ছটা পর্যন্ত বসিয়ে রেখে ভোট হয়ে যাওয়ার পর ছাড়বে । তাই এক্ষেত্রে পোলিং এজেন্টদের বিকল্প ব্যবস্থা ও রাখতে হবে ।’  তিনি বলেন,’মেদিনীপুরের কেশিয়াড়ীতে একটা সংঘ পরিচালিত বিদ্যালয়ে আমাদের পোলিং এজেন্টরা ছিল । সেখানে হামলা করে আট জনকে তুলে এনে কেস দিয়েছে কেশিয়াড়ীর আইসি বিশ্বজিৎ হালদার । ভোটের দিন সন্ধ্যা ছটা পর্যন্ত বসিয়ে রেখেছিল থানায় । আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন,ওই আটটা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে । কারো স্ত্রী, ভাই বা বৃদ্ধ বাবা বুথে বসেছেন । এই লড়াইয়ে জিততে গেলে আপনাদের এই প্রকার মানসিকতা নিয়ে লড়তে হবে।’ 

বসিরহাটে আসার আগে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্স্বপন মজুমদারের সমর্থনে বিধাননগরে নির্বাচনী রোড শো করেন শুভেন্দু অধিকারী । বসিরহাটের জনসভার পর তিনি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী’র সমর্থনে বিজেপি যুব মোর্চার নির্বাচনী রোড শো করেন । সেখান থেকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী  তাপস রায় সমর্থনে তপসিয়া মোড় থেকে রোড শো ও পরে নির্বাচনী সভা করেন।। 

Previous Post

২০৫০ সালে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে পরিণত হবে ভারত : রিপোর্ট

Next Post

‘ভোট দিয়ে সোজা বাড়ি চলে আসবে,বাড়ি থেকে বের হবে না বলে দিলাম’ : তপসিয়ার “গুন্ডা’কে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী

Next Post
‘ভোট দিয়ে সোজা বাড়ি চলে আসবে,বাড়ি থেকে বের হবে না বলে দিলাম’ : তপসিয়ার “গুন্ডা’কে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী

'ভোট দিয়ে সোজা বাড়ি চলে আসবে,বাড়ি থেকে বের হবে না বলে দিলাম' : তপসিয়ার "গুন্ডা'কে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী

No Result
View All Result

Recent Posts

  • কেন উপনিষদ্ (প্রথমঃ খন্ড) : জ্ঞানের উৎস এবং ব্রহ্মের স্বরূপ অনুসন্ধান
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ : অভিজ্ঞান কুণ্ডুর ডাবল সেঞ্চুরি ও দীপেশ দেবেন্দ্রনের ৫ পাঁচ উইকেট শিকারের সুবাদে মালয়েশিয়াকে ৩১৫ রানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল ভারত
  • রিয়াজ খান ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিল , চিৎকার করলে তাকে বস্তায় ভরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে :  উজ্জয়িনী থেকে গ্রেপ্তার
  • তৃণমূল নেতার বিরুদ্ধে “তোলাবাজি” র অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের সিটি সেন্টার, জনরোষের মুখ থেকে বাঁচাল পুলিশ 
  • ভারতীয় বীর সেনার জন্য আজ বাংলাদেশ স্বাধীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিহাদি পড়ুয়ারা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.