এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : ধান কিনতে গিয়ে ওজনে কারচুপির অভিযোগ করল উঠলো এক ব্যবসায়ীর লোকজনের বিরুদ্ধে । আর তা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর এলাকায় । স্থানীয় লোকজন ধান মাপতে আসা কয়েকজনকে একটা ঘরের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । শেষে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আনে ।
জানা গেছে, অভিযুক্ত ধান ব্যবসায়ীর বাড়ি ভাতার থানার কালিটিকুড়ি গ্রামে । আজ সকালে ওই ব্যবসায়ীর লোকজন মুরাতিপুর গ্রামের খাসপাড়ায় এক কৃষকের কাছে ধান কিনতে আসেন । কম্পিউটারাইজড মেশিনের দ্বারা ধান ওজন করে তারা সঙ্গে আনা ট্রাক্টরের ছাপাচ্ছিল । কিন্তু কৃষকের সন্দেহ হয় । ঘটনাচক্রে ওই কৃষকের বাড়িতেও একটি ওজন মাপার কম্পিউটারাইজড মেশিন ছিল । তিনি কয়েকটি ধানের বস্তা নিজের মেশিনেতে ফের ওজন করেন। কৃষকের অভিযোগ যে প্রতি বস্তায় ১০ থেকে ১৩ কেজি করে ধান বেশি নেওয়া হচ্ছিল ।
জানা গেছে, এ নিয়ে কৃষকের সঙ্গে ওই ধান ব্যবসায়ীর লোকজনের তর্ক-বিতর্ক শুরু হয় । এদিকে হইহট্টগোল শুনে আশপাশের আরো কিছু লোক জমে যায় সেখানে । তার আগে কয়েকজন পালিয়ে গেল চারজনকে ধরে ফেলা গ্রামবাসীরা। এরপর তাদের একটি ঘরে আটকে রেখে শুরু হয় বিক্ষোভ । ব্যবসায়ীর কাছ থেকে জরিমানার দাবি তুলেছেন ওই কৃষক । যদিও আজ সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে থানায় নির্দিষ্ট কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।।