এইদিন স্পোর্টস নিউজ,১৭ অক্টোবর : ২০২৮ সালের অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট সহ আরও ৫ টি খেলা । সোমবার অলিম্পিক গেমসের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে এই খবর জানিয়ে বলা হয়েছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(IOC) ৫ টি অতিরিক্ত খেলার জন্য লস অ্যাঞ্জেলেস ২০২৮ এর প্রস্তাব অনুমোদন করেছে । কমিটির তরফে দেওয়া খেলার তালিকাটি হল : বেসবল/সফটবল, ক্রিকেট, পতাকা ফুটবল(flag football), ল্যাক্রোস (lacrosse) এবং স্কোয়াশ ।
অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ওআইসির পোস্টটি ফরোয়ার্ড করে লিখেছেন,’বেসবল-সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশ এলএ২৮-এ অন্তর্ভুক্ত হওয়ায় খুবই আনন্দিত । ক্রীড়াবিদদের জন্য এটি একটি দুর্দান্ত খবর। একটি ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে, আমরা ক্রিকেটের অন্তর্ভুক্তিকে বিশেষভাবে স্বাগত জানাই, যা এই বিস্ময়কর খেলাটির ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে প্রতিফলিত করে ।’।