এইদিন ওয়েবডেস্ক,এগরা(পূর্ব মেদিনীপুর),১৭ মে : মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে । বিস্ফোরণে এযাবৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে । বুধবার সকালে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার আগে প্রচুর গ্রামবাসী সেখানে জড়ো হয় । শুভেন্দু উপস্থিত জনতা আশ্বস্ত করে বলেন,’হিসাব হবে । একটা কেউ ছাড় পাবে না ।’ তিনি বলেন,’মমতা চোর,তার পুলিশও চোর ।’ এর আগে মঙ্গলবার তিনি অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করে দিতে পারে । সেই কারনে ঘটনার তদন্তভার দ্রুত এনআইএ-এর হাতে তুলে দেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী ।
মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম ও ওড়িশা সীমানার কাছেই ছিল ওই বেআইনি বাজি কারখানাটি । মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ওই কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ হয় । বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখান থেকে কয়েক’শ মিটার দূরে সড়ক পথে ছিটকে আসে কারখানার শ্রমিকদের দেহাংশ । এদিকে খবর পেয়েই পুলিশ খাদিকুল গ্রামে গেলে গ্রামবাসীদের রোষের মুখে পড়ে । শুধু বিক্ষোভ দেখানোই নয়,পুলিশের পোশাক টেনে ছিঁড়ে দেয় ক্ষুব্ধ জনতা । এমনকি লাঠি হাতে নিয়ে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ,ওই বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এগরা থানায় বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি । উলটে পুলিশ কারখানা থেকে প্রতিমাসে মাসোহারা নিয়ে যেত বলে অভিযোগ গ্রামবাসীদের । তাদের অভিযোগ, পুলিশ যথা সময়ে ব্যবস্থা নিলে এতগুলো মৃত্যুর ঘটনা ঘটত না । এদিকে মঙ্গলবারই সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি জানান, এনআইএ-এর তদন্তেও তার কোনো আপত্তি নেই ।।