এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ ডিসেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের(এসআইআর) তালিকা প্রকাশ হয়েছে । তাতে প্রায় ৫৯ লাখ নাম বাদ যাওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গেছে । ভোটার লিস্টে নাম থাকা বাকিদের এখন ঝাড়াই বাছাই হচ্ছে । সন্দেহভাজন ভোটারদের নিজেদের পরিচয়ের প্রমান দেওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু নথি জমা দেওয়ার জন্য নোটিশ করে ডাকছে নির্বাচন কমিশন । এই প্রক্রিয়ায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার ২৩ নম্বর বুথের ৬৪১ জন ভোটারের মধ্যে ইতিমধ্যে ৩৩ জনকে নোটিস করে ডাকা হয়েছে । মাত্র দু’দিন পরেই এই শুনানি শুরু হওয়ার কথা । কিন্তু তার আগেই ওই বুথের বুথ লেভেল অফিসার (বিএলও) অমিত কুমার মণ্ডল (Amit Kumar Mandal) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তোলপাড় পড়ে গেছে কাটোয়ায় । এদিকে শুনানিতে তার উপস্থিতি অত্যন্ত জরুরি । কিন্তু আচমকা তিনি উধাও হয়ে যাওয়ায় রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে । ওই বিএলও-এর বর্তমান অবস্থান সম্পর্কে ধন্দ্বে রয়েছেন খোদ তার পরিবারও । যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
জানা গেছে,অমিত কুমার মণ্ডলের বাড়ি কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েত এলাকার বিকিহাট গ্রামে ৷ তিনি কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়িতে রয়েছেন মা, স্ত্রী রীনা মণ্ডল, এক মেয়ে ও এক ভাই ।কাটোয়া বিধানসভার ২৩ নম্বর বুথের তিনি বিএলও । গননা ফর্ম বিলি, সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ করে ফেলেছেন। পরিবার সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরেন অমিতবাবু। এরপর মোটরবাইক বাড়িতে রেখেই বিএলও মিটিং আছে বলে বেরিয়ে যান। কিন্তু বাড়িতেই রেখে যান মোবাইল ফোন, বিএলও পরিচয়পত্র এবং এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র । বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে যান পরিবারের সদস্যরা। ওই রাতেই কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন বিএলও-এর স্ত্রী রীনা মণ্ডল।
তবে এসআইআর-এর কাজ নিয়ে অমিতবাবু মানসিক চাপে ছিলেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি রীনাদেবী । তাহলে ওই বিএলও হঠাৎ কেন উধাও হয়ে গেলেন ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে । চরম উদ্বেগে রয়েছে তার পরিবার । কাটোয়া মহকুমাশাসক অনির্বাণ বসু জানিয়েছেন, প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিখোঁজ শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।।

