এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৪ জুন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনেও উত্তপ্ত হয়ে উঠল এরাজ্য । দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরে কার্যত দিনভর দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা । চললো দেদার বোমাবাজি । খোদ তৃণমূলের বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্থা করার অভিযোগ উঠল । পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) সহ বিরোধী দলগুলি । এনিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে রাস্তা আটকে বিরোধী দলগুলিকে এদিন মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ, এদিন সকাল থেকেই বাসন্তী হাইওয়ে অবরোধ করে রেখে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ১৪৪ ধারার মধ্যেই বাঁশ -লাঠি নিয়ে এলাকা দাপিয়ে বেড়াল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা । সেই সঙ্গে দুষ্কৃতকারীদের মুহুর্মুহু বোমাবাজীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । শুধু এদিনই নয়, বিগত দু’দিন ধরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড় । সোমবার ভাঙর-২ ব্লকে আইএসএফ প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । মঙ্গলবার ভাঙড় ২ ব্লকের বিজয়গঞ্জ বাজার এলাকায় তৃণমূল- আইএসএফ-এর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । দেদার বোমাবাজির পাশাপাশি, গুলিও চলে বলে অভিযোগ । পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি । উলটে পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইঁটপাটকেল ছোড়ে দুষ্কৃতীরা । ফলে পিছু হঠতে হয় পুলিশকে । বিরোধী দলগুলির দাবি মনোনয়ন জমা দেওয়া পর্বে অবিলম্বে জেলাশাসক ও পঞ্চায়েত নির্বাচন হস্তক্ষেপ করুক ।।

