এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২৯ অক্টোবর : রাতের অন্ধকারে কলেজের ভিতরে মদের আসর বসানোর অভিযোগ উঠল খোদ অধ্যক্ষের বিরুদ্ধে । ঘটনাটি জলপাইগুড়ি কমার্স কলেজে (Jalpaiguri Commerce College) । শুক্রবার রাতে এনিয়ে ধুন্ধুমার কান্ড বেধে যায় কলেজ চত্বরে । অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারকে কলেজের একটি ঘরে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও কলেজের কর্মীরা । কলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে অধ্যক্ষকে অন্যত্র বদলির দাবি জানাতে থাকে বিক্ষোভকারীরা । অধ্যক্ষ ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে অশান্তি প্রবল আকার ধারন করে । দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে । এদিকে হইহট্টগোল শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে যায় । ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী । শেষে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায় ।
কলেজের পড়ুয়া ও কলেজ কর্মীদের অভিযোগ, ছুটির পরে বহিরাগতের এনে নিয়মিত কলেজ ক্যাম্পাসে মদের আসর বসান অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার । নিষেধ করলেও তিনি তা কর্নপাত করতেন না । শুক্রবার রাতেও যথারীতি তিনি বহিরাগতদের নিয়ে মদের আসর বসিয়েছিলেন । পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় অধ্যক্ষ মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের ।
অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানান,তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । কলেজে নাইট গার্ড এসেছে কিনা তা তিনি দেখতে এসেছিলেন । যদিও অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক বলে দাবি করেছেন কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরী । তিনি বলেন,’একদিন নয়, বরঞ্চ দিনের পর দিন কলেজের ছুটির পর বহিরাগতদের এনে মদের আসর বসান অধ্যক্ষ । অনেক নিষেধ করা হয়েছে তাঁকে । কিন্তু কারোর কোনো কথাই শোনেননি তিনি । ওনার জন্য কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে । আমরা চাই অধ্যক্ষকে এখান থেকে সরিয়ে অন্য কোনো কলেজে পাঠানো হোক ।’ একই দাবি করেছেন কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র সায়ন্তন খাসকেলও ।।