এইদিন স্পোর্টস নিউজ,২১ আগস্ট : পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে এখনো ক্ষোভে ফুঁসছে দেশ৷ শুধু ভিসা বাতিলই নয়,বরঞ্চ পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো খেলা থেকে বিরত থাকার দাবি উঠছে । কিন্তু পাকিস্তান ইস্যুতে ২০২৫ সালের এশিয়া কাপ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নতুন নীতি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি নতুন নীতি প্রকাশ করেছে । যাতে বলা হয়েছে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারত সম্পূর্ণ প্রস্তুত এবং দ্বিপাক্ষিক ইভেন্টের উপর নিষেধাজ্ঞা বহুপাক্ষিক প্রতিযোগিতায় প্রসারিত হবে না। মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে,আমরা ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে খেলা থেকে বিরত রাখব না কারণ এটি বহুপাক্ষিক । ফলে আগামী দল ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের খেলতে আর কোনো বাধা রইল না ।
তবে এটাও বলা হয়েছে,’কিন্তু দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য পাকিস্তানকে ভারতের মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে আমরা অলিম্পিক সনদ মেনে চলার কারণে বহুপাক্ষিক ইভেন্ট থেকে তাদের বিরত রাখব না।’ এদিকে ভারতীয় ক্রিকেট ভক্তদের পাশাপাশি রাজনীতিবিদরাও মন্ত্রণালয়ের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন, অনেকেই এটিকে “ক্রিকেট নয়, বিশ্বাসঘাতকতা” বলে অভিহিত করেছেন। তারই প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক ঘন্টা ধরে ‘বয়কট ইন্ডিয়া ভার্সেস পাক’ হ্যাশট্যাগটি ট্রেন্ডিং করছিল । কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ।
গত মাসে এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই ভারতের অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যুবরাজ সিং অ্যান্ড কোং পাকিস্তান দলের বিরুদ্ধে সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনাল ম্যাচ থেকে সরে আসার পর ভারত পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে বলে গুঞ্জন ছিল। মঙ্গলবার, মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে, যখন অধিনায়ক সূর্যকুমারকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের অংশগ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন দলের মিডিয়া ম্যানেজার তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দেন।এরপর তিনি সাংবাদিকদের কেবল দল নির্বাচনের মধ্যেই প্রশ্ন সীমাবদ্ধ রাখার আহ্বান জানান। তবে, মন্ত্রণালয় এখন সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।।