এইদিন ওয়েবডেস্ক,খড়্গপুর,২৯ ডিসেম্বর : খড়্গপুরের সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয়কে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে দুষ্কৃতীদল । এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই হত্যাকাণ্ডের সঙ্গে তৃণমূলের “জিহাদি গ্যাং” যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি । শুভেন্দু নিহতের বাবা- মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ,’খড়্গপুরে তৃণমূলের কাউন্সিলর ফিদা হোসেন-এর জেহাদি গ্যাং-এর জাভেদ সহ অন্যান্যদের হাতে খুন হওয়া হিন্দু যুবক উদয় রাও এর বাড়িতে আজ ওনার অসুস্থ বৃদ্ধ মা বাবার সাথে সাক্ষাৎ করলাম। স্বর্গীয় উদয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনার আত্মার চিরশান্তি প্রার্থনা করলাম।’
তিনি আরও বলেছেন,’শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে উদয়কে নৃশংস ভাবে খুন করেছে জেহাদিরা । ওপার বাংলায় দীপু দাসের খুন আর এপার বাংলার উদয়ের খুন এর কোনোও পার্থক্য নেই। পুলিশ এখনো পর্যন্ত অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ তারা সকলেই শাসক দলের সাথে যুক্ত ।’ শুভেন্দু অধিকারী বলেছেন,’উদয় ভাই-এর মা বাবার সাথে কথা বলে সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্যে যা যা করতে হবে প্রয়োজনে আমরা তাই করব।’

ঘটনার বিবরণে জানা গেছে,খড়্গপুর টাউন থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন তুলসী রাও ওরফে উদয়। গত সোমবার(১৫ ডিসেম্বর), গভীর রাতে নিজের ডিউটি শেষ করে দুই বন্ধু প্রকাশ ও দেবেন্দ্র-কে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মাল গোডাউন এলাকায় একটি দোকানে চা পান করতে গিয়েছিলেন । সেই সময়েই ওই দোকানের মধ্যে থাকা এক মত্ত যুবক তুলসীকে ধাক্কা দেন। তুলসী ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু, ওই যুবক না সরায় শেষমেশ তাঁকে ঠেলে সরিয়ে দেন তুলসী। অভিযোগ, এর পরেই আরও কিছু মত্ত যুবক জড়ো হয়ে তুলসীদের উপর চড়াও হয়। তাঁদের মধ্যেই কেউ মদের বোতল দিয়ে তুলসীর মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ।
আশঙ্কাজনক অবস্থায় তুলসীকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর থেকে কটকের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শনিবার(২৭ ডিসেম্বর) সকালে কটকের ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলসীর। ময়নাতদন্তের পরে মঙ্গলবার দেহ ফিরতেই শোকে কান্নায় পড়েন পরিবার-পরিজনেরা । দুষ্কৃতীদের চরম শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ ।।

