প্রদীপ চট্টৌপাধ্যায়,বর্ধমান,২৫ এপ্রিল : পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে জন্য ভাইপো ব্যালট বাক্স নিয়ে গিয়েছিল। সেটা ওর লোকেরাই উল্টে দিয়েছে।ভাইপো যত বাইরে বের হবে, ততই ভোট কমবে তৃণমূল কংগ্রেসের। আর ধেড়ে ইঁদুরের তিহার যাত্রার দায়িত্ব আমাদের। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরে আয়োজিত বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এই ভাষাতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমন শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “নবজোয়ার যাত্রা’ নিয়ে কটাক্ষ এদিন তীব্র কটাক্ষ করে বলেন,
প্রাসাদের মত বাস নিয়ে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বেরিয়েছেন।অভিষেকের এই যাত্রাকে ’তিহার যাত্রা’ কটাক্ষ করেন বিরোধী দলনেতা ।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এদিন জামালপুরের জনসভায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলকে বিঁধে কি বলেন তা শোনার জন্য উৎসুক ছিলেন জামালপুরবাসী। সেটা আঁচ করেই এদিন শুভেন্দু অধিকারী আগা গোড়া চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন । তাঁর আক্রমণের যাবতীয় ধিশানায় ছিলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,পিসি ভাইপোর রাজত্ব আসলে দুর্নীতির আঁতুর ঘর।পুলিশকে দলদাসে পরিণত করেছে পিসিমণির সরকার। দু’শোর বেশী আসন নিয়ে জিতেও ভীত মমতা । কারণ আগামী দিনে দুটি নির্বাচন আছে। দুটি নির্বাচনই খুবই গুরুত্বপূর্ণ।কড়া হাতে আমাদের পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বচন মোকাবিলা করতে হবে । এই দুই নির্বাচনে বিজেপি কর্মীদের উপর যায়া অত্যাচার করবে তাদের অবস্থা কেষ্টর মতই হবে । যে কেষ্ট বলতো,উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে সেই কেষ্টর এখন টাঁই হয়েচে তিহার জেলে ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা বলেন,কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর প্রাসাদের মত বাস নিয়ে বেরিয়ে পড়েছেন জন সংযোগ বাড়াতে।বাসতো নয় যেন ফাইভ স্টার হোটেল।৯২ লক্ষ টাকা খরচ একেক দিনে।আবার তাঁবুর খরচ ও বহু লক্ষ টাকা। কুচবিহারের সিতাইয়ে নবজোয়ার যাত্রায় চুড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া নিয়েই বিরোধী দলনেতা কটাক্ষ করটে ছাড়েন নি ।তিনি বলেন, ওখানে ভাইপো পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য ব্যালট বাক্স নিয়ে গিয়েছিল । সেটা ওর দলের লোকেরই উল্টে দিয়েছে।এর থেকেই পরিস্কার ওদের দলে গণতন্ত্র বলে কিছু নেই । তাহলে এই রাজ্যে কি করে গণতন্ত্র থাকবে?এই ভাইপো যত বাইরে বের হবে ততই ভোট কমবে তৃণমূলের ।আগুনে কালিয়াগঞ্জ থানা পোড়ার ঘটনাকে জনরোষ বলে দাবি করেন শুভেন্দু অধিকারী ।
এদিন জনসভার মঞ্চ থেকে বিরোধী দলনেতা পরিস্কার জানিয়ে দেন,হিসাব না দিলে ভারত সরকার রাজ্যকে টাকা দেবে না। মোদীজী বাংলায় ৫০ লক্ষ বাড়ি দিয়েছেন। অথচ তার হিসাব নেই। হিসাব না দিলে ভারত সরকার টাকা দেবে না বলে। একই সঙ্গে তিনি বলেন,কালিয়াগঞ্জের রাজবংশী পরিবারের একটি নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয়েছে। কালিয়াগঞ্জের থানা জ্বলছে।কালিয়াগঞ্জে থানা জ্বলছে, গাড়ি জ্বলছে।পিসি মণি কবে কালিয়াগঞ্জ কবে যাবেন, সেই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা ।।