প্রদীপ চট্টেপাধ্যায়,বর্ধমান,০৫ সেপ্টেম্বর : টাকা দিয়েও চাকরি মেলেনি,এমন চাকরি প্রার্থীরা বিজেপি দফতরে যোগাযোগ করলে বিজেপি দায়িত্ব নিয়ে টাকা ফেরতের ব্যবস্থা করবে।এমন দাবিকরে ফ্লেক্স ঝোলানো হয়েছেশহর বর্ধমানের ঘোড়দৌঢ় চটি এলাকায় থাকা পূর্ব বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের সামনে। যা নিয়ে বর্ধমানে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।এমন ফ্লেক্স নিয়ে রাজনৈতিক অশান্তি বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ,২১ শের ভোটে হেরে বিজেপি নেতারা উন্মাদ হয়ে গিয়েছে ।
এমন ফ্লেক্স টাঙানোর কারণ সম্পর্কে বিজেপি সূত্রে জানা গিয়েছে,কিছুদিন আগে দলীয় কর্মসূচিতে যোগ দতে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বর্ধমানে আসেন ।ওইদিন শহর বর্ধমানের নীলপুরে একটি পথ সভা হয়। সেই পথসভায় বক্তব্য রাখার সময় সুকান্ত মজুমদার দলের জেলা নেতৃত্বকে দলীয় কার্যালয়ের সামনে ফ্লেক্স টাঙানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি এও নির্দেশ দেন ওই ফ্লেক্সে লেখা থাকবে ,“যাঁরা টাকা দিয়েও চাকরি পাননি তাঁরা যেন জেলা বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করার আবেদন জানা। চাকরিপ্রার্থীদের নাম গোপন রাখা হবে। টাকা নেওয়া অভিযুক্ত নেতাদের বাড়ি ঘেরাও করে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ।”
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ‘রাজ্য সভাপতির নির্দেশে আমরা ওই ফ্লেক্স টাঙিয়েছি। আমরা একটা ই-মেল নম্বরও দেব। কোনও চাকরিপ্রার্থী তাঁর অভিযোগ সরাসরি অথবা ওই ই-মেলে পাঠাতে পারেন। সেই সব অভিযোগ আমরা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেব। নিষ্পত্তির বিষয়টি দলীয় নেতৃত্বই দেখবেন। কী ভাবে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে তা নিজেও জানেন না জেলা বিজেপি সভাপতি।তবে তিনি মনে করেন আইন মেনেই সবটা হবে ।’
এই প্রসঙ্গে জেলা পুলিশের কর্তাদের বক্তব্য,’এইসব নিয়ে কোন অশান্তি হলে পুলিশ চুপ করে বসে থাকবে না । অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া হবে’। ফ্লেক্সের বিষয়ে বর্ধমান আদালতের আইনজীবী কমল দত্ত বলেন,’আমি মনে করি এটা মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা ।’ আদালতের সরকারি আইনজীবী শিবনাথ ঘোষালের বক্তব্য,’এইসব নিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে ।’
তৃণমূল কংগ্রেসে রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন,’কোন ব্যক্তির এই ধরনের সমস্যা হলে তিনি প্রশাসনের কাছে যাবেন,পুলিশের কাছে যাবেন । বিজেপি অফিসে কেন যাবে ? হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, আর বিজেপি বলছে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে! আসলে ২১ শের ভোটে হেরে যাওয়ায় পর থেকে বিজেপি নেতারা উন্মাদ হয়ে গিয়েছে বলে দেবু টুডু মন্তব্য করেন ।’।