এইদিন,ওয়েবডেক্স,নয়াদিল্লি,০১ মার্চ : চলতি মাস থেকেই এলপিজির দাম এবং এটিএফ হারের বড় পরিবর্তন হতে চলেছে । যার ফলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে । হোলি উৎসবের আগে, তেল সংস্থাগুলি ১৯ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন শহরে একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫.৫০ টাকা। শুক্রবার থেকেই বর্ধিত দামে কিনতে হবে রান্নার গ্যাস । কলকাতায় এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ৯১১ টাকা। দিল্লিতে এই দাম বেড়ে হয়েছে ১ হাজার ৭৯৫ টাকা, মুম্বইয়ে ১ হাজার ৭৪৯ টাকা এবং চেন্নাইয়ে ১ হাজার ৯৬০ টাকা।
আজ থেকে বিমান জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এটিএফ-এর দাম প্রতি কেজি/লিটারে ৬২৪.৩৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সস্তায় বিমান ভ্রমণের আশায় বড় ধাক্কা লেগেছে । উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে বা কমে।
আজ পয়লা মার্চ থেকে জিএসটি নিয়মে একটি বড় পরিবর্তন করা হয়েছে। এখন ৫ কোটির বেশি টার্নওভারের ব্যবসাগুলি ই-ইনভয়েস ছাড়া ই-ওয়ে বিল তৈরি করতে পারবে না । এনএইচএআই অর্থাৎ ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি ওয়ান ভেহিকেল, ওয়ান ফাস্টেগের সময়সীমা বাড়িয়েছে যা জনগণকে একটি বড় স্বস্তি দিয়েছে। আগে এটি ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল, যা এখন ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।।